Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিকের চারওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদের শুভ উদ্বোধন  

Icon

এন. হুসেইন রনী

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম

নাসিকের চারওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদের শুভ উদ্বোধন  
Swapno


গতকাল বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৭,৮,৯ এবং ১১ নং ওয়ার্ড নাসিক এর বীর মুক্তিযোদ্ধাদের জন্য তল্লায় স্থাপিত “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ” এর শুভ উদ্বোধন করেন চার চারবার জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি এ কে এম শামীম ওসমান। এসময় তিনি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ও বক্তব্য রাখেন।

 

 

এসময় মাননীয় সংসদ সদস্য বলেন, মুক্তিযোদ্ধা সংসদকে একটি সুসংগঠিত সংগঠনে রূপান্তর করতে হবে এবং কমিটি গঠন করতে হবে; কারণ এরাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দসহ সকল স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে সুসংগঠিত হয়ে বিভিন্ন দিবস ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা তুলে ধরতে হবে।  

 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূঁইয়া জুলহাস, সাবেক কমান্ডার, নারায়ণগঞ্জ সদর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ; বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, বিএলএফ এবং সাবেক কমান্ডার এবং “৭,৮,৯ নং ওয়ার্ড ফতুল্লা ও ১১ নং ওয়ার্ড নাসিক মুক্তিযোদ্ধা সংসদ” এর, প্রতিষ্ঠাতা সভাপতি।

 


এছাড়াও “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ‘৭,৮,৯ নং ওয়ার্ড ফতুল্লা এবং ১১ নং ওয়ার্ড নাসিক’ সহ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড হতে আগত সকল সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নুরুল হুদা, সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন