Logo
Logo
×

বিশেষ সংবাদ

আমি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা পেলে এলাকা পাল্টে দিবো : শামীম ওসমান

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম

আমি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা পেলে এলাকা পাল্টে দিবো : শামীম ওসমান
Swapno


নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়নের ৭,৮,৯ ও নাসিক ১১নং ওয়ার্ডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ফিতা কেটে মুক্তিযোদ্ধা সংসদ উদ্ধোধন করা হয়।

 

 

এসময় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড.নুরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাস, ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফতুল্লা ৭,৮,৯ ও নাসিক ১১নং ওয়ার্ড এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান (বি.এল.এফ)।

 

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফতুল্লা ৭,৮,৯ ও নাসিক ১১নং ওয়ার্ড এর সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন মহি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.আলাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক।

 

 

মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.সামসুদ্দিন প্রধান, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.মাহফুজুল ইসলাম বকুল, সদস্য  বীর মুক্তিযোদ্ধা মো.মহসিন সরকার, বীর মুক্তিযোদ্ধা মো.মুহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো.জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো.আকরাম হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো.মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো.শাহনেওয়াজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো.জুলফিকার।

 

 

বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো খোদা নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা মো.বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো.মফিজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো.সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো.হাজী আফজাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো.খাজা সাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো.তাহের, বীর মুক্তিযোদ্ধা মো দেলোয়ার হোসেন।

 

 

বীর মুক্তিযোদ্ধা মো.আজিজ, বীর মুক্তিযোদ্ধা মো.মনোয়ার ইসলাম মনা, বীর মুক্তিযোদ্ধা মো শের ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো.খাজা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।

 

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান বলেন, কে কোন দল করে সেটা দেখার বিষয় না, দেখবেন ভালো মানুষ কে। ভালো মানুষ নিয়ে ভাল কাজ হয়, খারাপ মানুষ নিয়ে খারাপ কাজ। আমরা ভালো মানুষদের নিয়ে এগুতে চাই। বিএনপি করুক আমার আপত্তি নেই। আমি চাই একটা সময় এ রাস্তায় আপনার আমার মেয়ে হাঁটবে ভয় পাবে না।

 

 

এটা সম্ভব আমরা একসাথে কাজ করলে। তল্লা সড়কে এক্সিডেন্ট হচ্ছে। আমি প্রতিনিধি হিসেবে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুকে বলবো রোডস অ্যান্ড হাইওয়েতে যেতে। এ রাস্তাটা সিঙ্গাপুরের রাস্তায়  মতো হবে। এমন একটা পরিবেশ আমি তৈরি করতে চাই। শামীম ওসমান বলেন, আমার কোনো রাজনৈতিক চাহিদা নেই, দায়িত্ব আছে। আমি বিশ্বাস করি, যদি আমরা সবাই এক হতে পারি নারায়ণগঞ্জকে কলুষিত করার ক্ষমতা কারও নেই।

 

 

আমি মুক্তিযোদ্ধাদের সহযোগীতা পেলে এ এলাকার চেহেরা পাল্টে দিবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং এগুলো বন্ধ করতে সবার সহায়তা লাগবে। এসব সমস্যা আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মাদক নির্মূল করবো। এবার আমি এ কাজটি করতে চাচ্ছি।

 

 

কোনো দল দেখবো না আমি। নারায়ণগঞ্জ প্রেসক্লাব, বার, সাংবাদিক, আলেম, ওলামা, পুরোহিত, কমিশনার সবাইকে নিয়ে আমি কাজ করবো। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমি কোনো রাজনীতির জন্য এটা করছি না।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন