সবাইকে নিয়ে বসবেন জেলা প্রশাসক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪০ পিএম
# ‘আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করলে এই শহরে কোনো সমস্যই থাকবে না’
গতকাল নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারায়ণগঞ্জ শহরের সার্বিক যানজট পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সিটি করপোরেশনের মেয়র, দুই এমপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল মহলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি সুন্দর নগরী গড়ার তৎপরতা জোরদার ও অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যাক্ত করা হয়েছে।
জেলা প্রশাসক মাহমুদুল হক জানিয়েছেন তিনি শিগগিরই সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ অন্যান্ন স্ট্যাকহোল্ডারদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তার কার্যালয়ে বৈঠক করবেন। তিনি নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখার সকল কার্যক্রম আরো জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করেন।
এ সময় তিনি গত ৩ ফেব্রুয়ারি গোলটেবিল বৈঠক করে সবাইকে এক টেবিলে নিয়ে আসার জন্য নারায়ণগঞ্জ প্রেসক্লাবকে ধন্যবাদ জানান। তিনি নারায়ণগঞ্জের সকল সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক আলোচনা এবং কার্যক্রম চালিয়ে যাবার কথা বলেন। হকার ইস্যুতে তিনি বলেন, হকাররাও সমাজের একটি অংশ। তাই বলে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করতে দেয়া যায় না।
এই ব্যাপারে তার প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সঠিক ভাবে পালন করলে কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। আমাদের যার যা দায়িত্ব সেটা যদি আমরা নির্মোহ ভাবে পালন করতে পারি তাহলে অল্প সময়ের মধ্যেই একটি সুশৃংখল নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে বলে আমি মনে করি।
তিনি সুন্দর নারায়ণগঞ্জ গঠনের লক্ষ্যে মিডিয়া যে ভূমিকা পালন করছে তার প্রশংসা করেন। তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাব গত ৩ ফেব্রুয়ারী যে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে তারও প্রসংশা করেন এবং বলেন আমরা যখন এক সাথে বসেছি তখন অনেক সমস্যার সমাধানই একতাবদ্ধ হয়ে করতে পারবো ইনশাআল্লাহ।
এ সময় নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দ যানজট নিরসনে আরো কি কি উদ্যোগ গ্রহণ করা যায় এ ব্যাপারে তাদের মতামত তুলে ধরেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আরিফ আলম দীপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারন সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ জুয়েল, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান ও আবদুস সালাম। এন. হুসেইন রনী /জেসি


