Logo
Logo
×

বিশেষ সংবাদ

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় যারা

Icon

সাইমুন ইসলাম

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৬ পিএম

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় যারা
Swapno

 

সদ্য সমাপ্ত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদের নির্বাচনের ডামাঢোল বাজছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন উপজেলা পরিষদের নির্বাচন এর তফসিল ঘোষনা করেছে। নারায়ণগঞ্জ এর ৫ টি উপজেলার মধ্যো সর্বাধিক গুরুত্বপূর্ন উপজেলা হলো সদর উপজেলা।

 

প্রথম ধাপে সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৪ মে  অনুষ্ঠিত হবে। দীর্ঘ পনেরো বছর পর এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আগ্রহের কেন্দ্রবিন্দু এ উপজেলা পরিষদের নির্বাচন কেন্দ্রিক। এ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যো সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন।

 

তথ্যমতে, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য আলোচনায় রয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী ও ফতুল্লা থানা আ’লীগের ১ নং সদস্য আবু শরিফুল হক।

 

এদিকে প্রধানমন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গনভবনে ডেকে নিয়ে সংসদ সদস্যদের স্পষ্ট বার্তা দিয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ না করতে। এমনকি কারো সমর্থনে প্রচারনাও করতে পারবে না।

 

প্রধানমন্ত্রী প্রতীক বিহীন এ নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। যেনো নির্বাচন গ্রহনযোগ্য ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়। জনপ্রিয় প্রার্থী জয়ী হয়ে আসতে পারে। যদি এমনটাই হয় তবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর লড়াই দেখা যাবে।

 

কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শামীম ওসমান প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ না করলেও পরোক্ষভাবে অবশ্যই হস্তক্ষেপ করবেন। তবে তা হবে অত্যন্ত সুক্ষভাবে যেমনটা ফতুল্লা ইউপির উপ-নির্বাচনে হয়েছে। তবে এ নির্বাচন তো ইউনিয়ন পরিষদের নির্বাচন নয়। এটা উপজেলা পরিষদের নির্বাচন। সেক্ষেত্রে অবশ্যই চমক থাকবে।

 

এ উপজেলার নির্বাচন নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচিত দুই প্রার্থী শাহ নিজাম ও শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে অতি ব্যস্ততার কারনে তারা বক্তব্য দিতে পারেননি।

 

সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যো মীর সোহেল আলী জানান, আমার নেতা শামীম ওসমান যা সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী কাজ করবো। এ ব্যাপারে বিস্তারিত এখন বলতে পারবো না।

 

আরেক সম্ভাব্য প্রার্থী  আবু শরিফুল হক এ নির্বাচন নিয়ে বলেন, আমি সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে লড়তে চাই। আমার নেতা শামীম ওসমান সদর উপজেলার জলাবদ্ধতা সমস্যা নিয়ে অনেক উদ্বিগ্ন। আমি নির্বচিত হতে পারলে এ সমস্যাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সমাধানের সর্বাত্মক চেষ্টা করবো। এছাড়াও মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং এর মতো সমস্যাগুলো নিরসনে কাজ করবো। তবে এ নির্বাচন অনুষ্ঠিত হতে এখনও অনেকটাই সময় বাকি রয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তালিকা লম্বা হতেই পারে।

 

প্রসঙ্গত, সদর উপজেলায় মোট ভোটার প্রায় সাড়ে আট লক্ষ। সর্বশেষ ২০০৯ সালে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। ঐ নির্বাচনে বিএনপির আবুল কালাম আজাদ বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর মামলা জটিলতার কারণে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় নি। নির্বাচন না হওয়ার কারণে আজাদ বিশ্বাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তবে এ জটিলতা কেটেছে। তাই দীর্ঘ প্রায় ১৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এস.এ/জেসি             

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন