Logo
Logo
×

বিশেষ সংবাদ

ক্যান্সার ছড়িয়ে যাওয়ার পেছনে প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিস্তার দায়ী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম

ক্যান্সার ছড়িয়ে যাওয়ার পেছনে প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিস্তার দায়ী
Swapno

 

বিজ্ঞান লেখক ও পেশাদার বিজ্ঞানবক্তা আসিফ বলেছেন, ক্যন্সার ছড়িয়ে যাওয়ার পেছনে প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিস্তার দায়ী। বিজ্ঞানকে আমরা আত্মস্থ করতে পারছি না। কিন্তু বিজ্ঞানের ফলাফল প্রযুক্তিকে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করছি। একটা সাইকেল চালানোর আগে প্রশিক্ষন দেয়া হয়, একটা মোটর চালিত যানবাহন চালানোর আগে প্রশিক্ষন দেয়া হয় কিন্তু মোবাইল ফোন চালানোর আগে কোনো প্রশিক্ষন নেই। অথচ এই মোবাইল ফোনের ভেতরে কি নেই? এর ভেতরে পুরো দুনিয়া রয়েছে।

 

এটিতে যেমন ছোটদের জিনিস রয়েছে তেমনি বড়দের জিনিস রয়েছে। কিন্তু কোনো মানুষের মানষিক পরিপক্কতা যাচাই না করে, কোনো ধরনের প্রশিক্ষন না দিয়ে শুধুমাত্র বানিজ্যিক কারনে মোবাইল ফোন বা এ ধরনের প্রযুক্তি মানুষের হাতে দিয়ে দেয়ার কারণে প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। সন্তানের সাথে বাবা মা’র দূরত্ব তৈরী হয়ে যাচ্ছে।

 

আমরা ভবিষ্যত প্রজন্মের উন্নতির জন্য জীবন ভাবছি। কিন্তু উন্নতির জন্য আমরা ভবিষ্যত প্রজন্ম পাবো কিনা তা ভাবছি না। বিজ্ঞান মানে প্রকৃতিকে বোঝা। মানুষে মানুষে, মানুষের সাথে প্রাণীর, মানুষের সাথে গাছের, জড়বস্তুর সম্পর্ক তৈরি করা। কিন্তু প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিস্তার আমাদের সে সম্পর্ককে ভেঙ্গে দিচ্ছে। বিজ্ঞান ও মানবিকতা- এই দুইটির সমন্বয় না করতে পারলে সভ্যতা টিকে থাকবে না।

 

গতকাল শনিবার দুপুরে সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসবের নারায়ণগঞ্জ জেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের ষষ্ঠ তলায় নারায়ণগঞ্জ টিভি কার্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমকালের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও সায়েন্স ফিকশন লেখক শরীফ উদ্দিন সবুজ, বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক নাছিমা সর্দার।

 

সুহৃদ সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হোসেন লিটনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সদস্য নিখিল হোসেন আমন ও হাবিবুর রহমান। বিতর্ক প্রতিযোগিতায় ছয়টি দলের মধ্যে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন ও বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন