Logo
Logo
×

বিশেষ সংবাদ

আড়ৎ থেকে কিনে চারগুণ দামে বিক্রি হচ্ছে নতুন তরমুজ

Icon

মো. মেহেদী হাসান

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪১ পিএম

আড়ৎ থেকে কিনে চারগুণ দামে বিক্রি হচ্ছে নতুন তরমুজ
Swapno

 

বাজারে উঠতে শুরু করেছে নতুন তরমুজ। কিন্তু দাম অনেক বেশি। সরেজমিনে ঘুরে দেখা যায়, গরম মৌসুমের এই জনপ্রিয় ফল শহরের বিভিন্ন জায়গার ফলের দোকান বা ভ্যান গাড়িতে বিক্রি হচ্ছে। কিন্তু দোকান গুলোতে পিস হিসেবে বিক্রি না হয়ে বিক্রি হচ্ছে কেজি দরে। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৬০টাকা কেজি দরে।

 

দোকানগুলোতে দেখা যায় এক-একটা তরমুজ ৫ থেকে ৭ কেজি ওজন হচ্ছে। কিন্তু মৌসুমের আগে এ তরমুজ ক্রেতাদের আকর্ষণ করলেও দাম শুনে ফিরে যাচ্ছেন অনেকে।

 

গতকাল নারায়ণগঞ্জ চারারগোপ পাইকারি ফলের আড়ৎ ঘুরে দেখা যায় অনেক পাইকারই তরমুজ বিক্রি করছেন। এ বিষয়ে শাহজাহান ট্রেডার্স ফলের আড়ৎ এর সাথে কথা বলে জানা যায় বর্তমানে বাংলালিংক ও ব্লাককুইন নামে এ দুই রকমের তরমুজ আসছে বরিশাল থেকে। তারা এই তরমুজ বিক্রি করছেন পিস বা শ হিসেবে।

 

একশত তরমুজ ছোট আকারে (২-৩ কেজি) পাইকারি ধরে বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। মাঝারি আকারে (৪-৫ কেজি) পাইকারি ধরে বিক্রি হচ্ছে সাত হাজার বা আট হাজার শ এবং খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০টাকা করে। কিন্তু বাজারে খুচরা বিক্রেতারা সেই ৫০-৭০ টাকার তরমুজ পিস হিসেবে কিনে বিক্রি করেছে কেজি দরে।

 

এ বিষয়ে খুচরা বিক্রেতা একজন তরমুজ ব্যবসায়ী বলেন, নতুন ফল এখনও বাজারে আমদানি নেই। তাই দাম একটু বেশি। কেজি দরে বিক্রি করছি, তরমুজ পুরো দমে বাজারে আসলে পিস হিসেবে বিক্রি করবো।

 

এ বিষয়ে তরমুজ কিনতে আসা একজন ক্রেতা বলেন, নতুন ফল বাজারে এসেছে তাই ভাবলাম কিনব, কিন্তু যেই দাম চায় তা আমাদের পক্ষে সম্ভব না। আর কয়েকদিন পরেই কিনবো। আগে পিস হিসেবে বিক্রি হয়েছে এখন কেজি দরে বিক্রি হচ্ছে। তাই ওজন করলে দাম ২৫০-৩০০ টাকা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন