Logo
Logo
×

বিশেষ সংবাদ

ওয়ার্ড কমিটি নিয়ে সদর থানা ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম

ওয়ার্ড কমিটি নিয়ে সদর থানা ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ
Swapno

 

# সদর থানার সভাপতি সরকার পায়েল সাধারণ সম্পাদকের অনিকের বন্ধুকে কোপায়
# পরবর্তীতে অনিকের ঢিলের আঘাতে গুরুতর আহত হয়ে ঢামেকে সভাপতি পায়েল

 

মহানগর ছাত্রদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকেই একের পর এক বিশৃঙ্খল মন্তব্যের দেখা মিলেছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকলেই নানাভাবে নানা প্রকারের মন্তব্য করে আসছে এই কমিটি ঘিরে কেউ বলছে আওয়ামী লীগের লিয়াজু কমিটি আবার কেউ বলছে সিদ্ধিরগঞ্জকে টাইম লাইনে রেখেইে পুরো কমিটি গঠন করা হয়েছে।

 

জানা গেছে, এই কমিটি নিয়ে জের ধরে সদর থানা ছাত্রদলের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে নানা পায়তারা শুরু হয়। যা নিয়ে সদর থানা ছাত্রদলের সভাপতি রবিন সরকার পায়েল ও সাধারণ সম্পাদক অনিক প্রধান দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক অনিকের মধ্যে তর্ক বিতর্ক হয়।

 

যা নিয়ে সদর থানার সভাপতি সরকার পায়েল রবিন সাধারণ সম্পাদক অনিককে ধমক দেয় বলে আস্তে কথা বলেন এমন এক কথায় দুই কথায় পায়েল অনিককে বলেন তুই ধারা আমি আসতাছি পরবর্তীতে রবিন তাদের এলাকা থেকে লোক নিয়ে এসে আর একটা রাম দা নিয়ে অনিকের এলাকা গলাচিপা চেয়ারম্যান বাড়ির সামনে আসে পরে অনিককে আঘাত করতে রবিন রাম দা দিয়ে কোপ মারে পরবর্তীতে অনিকের বন্ধু সামনে চলে আসলে তার ঘাড়ে ও পিঠে কোপ লাগে।

 

পরবর্তীতে রবিন দেখে দৌঁড় দিলে এমতাবস্থায় সাথে সাথে সকলেই অনিকের কিছু লোক ইট পাটকেল দিয়ে রবিনকে ঢিল দিলে ঢিল মাথায় লাগলেই সাথে সাথে উনি মাটিতে লুটিয়ে পরে পরবর্তীতে একজনকে ভিক্টোরিয়া ও রবিনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবৎ সদর থানা ছাত্রদলের মধ্যে ওয়ার্ড কমিটি নিয়ে নানা আলাপ-আলোচনা শোনা যায়। আর এই ওয়ার্ড কমিটি গঠনে রবিনের পছন্দের একজন আর অনিকের পছন্দের আরেকজন তা নিয়ে দুইজনের মধ্যে দীর্ঘদিন যাবৎই নানা তর্ক বিতর্ক হচ্ছিল কিন্তু গতকাল রাতে তাদের মধ্যে গলাচিপায় হঠাৎ সেই ওয়ার্ড কমিটি নিয়ে সংঘর্ষ বাধে যা নিয়ে রবিন সরকার পায়েল ও অনিক প্রধান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে সদর থানা ছাত্রদলের সভাপতি রবিন আহম্মেদ পায়েল মাথায় আঘাত পেয়ে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল আর অনিকের বন্ধু নারায়ণগঞ্জের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর যুগের চিন্তাকে বলেন, আমি একটু আগে শুনেছি সভাপতি ও সাধারণ সম্পাদক দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিন ও অনিকের একজন বন্ধু আহত হয়েছেন। আমরা এখন ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি দেখবো। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন