Logo
Logo
×

বিশেষ সংবাদ

ডিবি`র এসআই মিজান পেলেন পিপিএম পদক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম

ডিবি`র এসআই মিজান পেলেন পিপিএম পদক
Swapno


বিশেষ অবদানের জন্য নারায়ণগঞ্জের কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে সম্মানসূচক পিপিএম পদক পড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসআই মিজানুর রহমান বর্তমান ডিবি অফিসে কর্মরত রয়েছেন।  গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসআই মিজানকে পিপিএম এর ব্যাজটি পড়িয়ে দেন।

 


এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর ২০২২ হতে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী সবাইকে পদক পড়িয়ে দেন।

 


পিপিএম পাওয়া এসআই মিজানুর রহমান জানান, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল মহোদয়ের সার্বিক সহযোগিতায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পি পি এম (সাহসিকতা) মেডেলটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পড়িয়ে দেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারি সেই জন্য সকলের সহযোগীতা কামনা করছি।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন