মাদক উদ্ধারে ‘খ’ গ্রুপে দ্বিতীয় নারায়ণগঞ্জ পুলিশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ‘খ’ গ্রুপে দ্বিতীয় হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত ১ জানুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত মাদকদ্রব্য উদ্ধার জেলা পুলিশ এই কৃতিত্ব অর্জন করেছে। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেলের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এক প্রতিক্রিয়ায় পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল বলেন, সকলের সহযোগিতায় এবং জেলা পুলিশের প্রত্যেক সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই সাফল্য। এই সম্মান সকলের। গ্রুপে প্রথম হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এন. হুসেইন রনী /জেসি


