Logo
Logo
×

বিশেষ সংবাদ

সব সড়ক হকার মুক্ত রাখতে চান শামীম-আইভী, ভিন্ন পথে সেলিম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৯:৫৬ পিএম

সব সড়ক হকার মুক্ত রাখতে চান শামীম-আইভী, ভিন্ন পথে সেলিম
Swapno

 

# শহরের বঙ্গবন্ধু সড়ক বাদ দিয়ে অন্য সড়কগুলিতে আপাতত বসতে দেয়ার গুঞ্জন

 

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান এবং সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হয়াৎ আইভী নারায়ণগঞ্জ শহরের সকল রাস্তা থেকে হকার উচ্ছেদের স্বিদ্ধান্তে অনঢ় থাকলে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান কিছুটা ভিন্ন পথে হাঁটছেন বলে ধারণা করছেন নগরবাসী। সেলিম ওসমান সম্প্রতি একাই হকারদের সাথে দফায় দফায় বৈঠক করছেন।

 

তার সাথে শহরের কয়েকজন কাউন্সিলরকে দেখা গেলেও সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, পুলিশ সুপার বা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে না। তাই সেলিম ওসমান কি পরিকল্পনা নিয়ে হাটছেন এবং তার এই পরিকল্পনা ভবিষ্যতে নগরবাসীর জন্য কতোটা কল্যাণ বয়ে আনবে এই ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। 

 

প্রসঙ্গত এই শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে গত ৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ শহরের সকল রাস্তা এবং ফুটপাত থেকে হকার উচ্ছেদের স্বিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্ত মোতাবেক পরের দিনই এই শহরের সব কয়টি রাস্তা হকারমুক্ত করা হয় এবং যানবাহনগুলি নিয়ন্ত্রন করা হয়।

 

গোল টেবিল বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, নারায়ণগঞ্জ-৪ এবং ৫ আসনের এমপিদ্বয়, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন। রাস্তা ও ফুটপাতগুলি দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়। কিন্তু তারপর থেকেই হকারদের কাছ থেকে যারা টাকা পয়সা খান ওই মহলটি তৎপর হয়ে উঠে। তারা নানা রকম মামার বাড়ির আবদার করতে থাকে। তারপর নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

 

ওই বৈঠকে মেয়র আইভী, সেলিম ওসমান এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই বৈঠকেও শহরের সকল রাস্তা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখার সিদ্ধান্ত অনঢ় থাকা হয়। তবে শহরের বিকল্প কোথাও নারায়ণগঞ্জ শহরের স্থানীয় হকারদের বসানো যায় কিনা এটা নিয়ে আলোচনা হয়।

 

সম্প্রতি গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে বেশ তৎপর দেখা যাচ্ছে। তার সঙ্গে তৎপর রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু এবং কামরুল হাসান মুন্না। গতকাল এই দুই কাউন্সন্সিলর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সার্ভেয়ারকে এনে শহরের কয়েকটি সড়ক মাপঝোক করেন বলে জানা গেছে। তারা কেনো সড়ক মাপঝোক করছেন এ বিষয়ে পরিস্কার করে কিছু জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে শহরের বঙ্গবন্ধু সড়ক বাদ দিয়ে অপর কয়েকটি সড়কে আসন্ন রমজান মাসে নারায়ণগঞ্জ শহরের স্থানীয় হকারদেরকে বসানোর পায়তারা চলছে।

 

এদিকে প্রেসক্লাবের গোলটেবিল বৈঠকের পর থেকে শহর আর আগের মতো করে হকার বসতে দেয়া হচ্ছে না। যার ফলে অনেকটাই যানজট মুক্ত রয়েছে শহর। নারায়ণগঞ্জের সাধারণ মানুষও চায় এই অবস্থা বজায় থাকুক। মানুষ যেকোনো মূল্যে একটি স্থায়ী যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী পেতে চান। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন