Logo
Logo
×

বিশেষ সংবাদ

বঙ্গবন্ধু সিন্ডিকেটের বিরুদ্ধে ছিলেন 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৯:৪৮ পিএম

বঙ্গবন্ধু সিন্ডিকেটের বিরুদ্ধে ছিলেন 
Swapno

 

# অথচ এখন সরকারের লোকজনই সিন্ডিকেট

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতারা বলেছেন, বঙ্গবন্ধুর সময়েও সিন্ডিকেট ছিলো। সিন্ডিকেটকারিদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর অবস্থান ছিলো। বঙ্গবন্ধু বলেছিলেন আমি ভিক্ষা করে দেশবাসির জন্য আনি আর চাটার দল খেয়ে ফেলে। কিন্তু এখন সে অবস্থা না। এখন সরকারের লোকজনই সিন্ডিকেট। তারাই লুটপাট করে খাচ্ছে। নিয়ম অনুযায়ী বিদ্যুতের দাম বাড়াতে গেলে আগে গণশুনানী করতে হবে।

 

 

জনগনের মতামতের ভিত্তিতে বিদ্যুতের দাম বাড়াতে হবে। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী জনগনের মতামতের তোয়াক্কা করলেন না। একরাতে ঘোষনা দিয়েই বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। যার প্রভাবে এখন সব কিছুর দামই বাড়বে। বিদ্যুত খাতের দূর্নীতি অপচয় বন্ধ করলে বিদ্যুতের দাম বাড়ানো প্রয়োজন হয়না। তারা কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্র যখন স্থাপন করে তখন আমরা এর বিরোধীতা করে বলেছিলাম পৃথিবীতে যেসব দেশ কুইক রেন্টালের পথে গেছে তারা দেউলিয়া হয়ে গেছে।

 

 

তারা বলেছিলো এটি দুই বছরের জন্য। কিন্তু দুই বছরের কথা বলে এখন ষোলো বছর চলছে। তারা কুইক রেন্টাল বাদ দিচ্ছে না। কারন কুইক রেন্টালের লুটপাটের সাথে সরকারের লোকজন জড়িত। জনগনের ভোটে নির্বাচিত হতে হয়না বলে সরকারের জনগনের মতামতের তোয়াক্কা নেই।

 

 

এমনকি তারা এবার ক্ষমতায় আরোহন করে একবারও বললেন না জিনিসপত্রের দাম কমাতে তারা উদ্যোগ নেবেন। মানুষ কিভাবে বেঁচে থাকে তাতে তাদের কিছু আসে যায়না। দেশকে তারা দেউলিয়া করে ফেলেছেন। এখন নানা আবরণে সেটি ঢেকে রাখা হচ্ছে।

 


গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘মাহে রমজানে দ্রব্যমুল্য সাধারনের ক্রয় ক্ষমতায় রেখে ধর্মীয় মুল্যবোধকে প্রাধান্য দিন, অপচয় রোধ করলে বিদ্যুতের মুল্যবৃদ্ধি প্রয়োজন হবেনা’ শীর্ষক মানববন্ধনে একথা বলেন।

 

 

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এ বি সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিউর রাব্বি, সাধারন সম্পাদক জাহিদুল হক দীপু, জেলা ন্যাপের সাধারন সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, শিক্ষিকা উম্মেল লায়লা, বন্দর থানা নাগরিক কমিটির সভাপতি মিয়া শহীদ, ১৩ নং ওয়ার্ড নাগরিক কমিটির সভাপতি মজিবর রহমান প্রমুখ।

 


মানববন্ধনে বক্তারা আরো বলেন, রোজা আসলে সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম কমে। অনেকে ভর্তুকি মুল্যে পণ্য বিক্রি করে। এমনকি অমুসলিম দেশেও এমন ছাড় দেয়া হয়। কিন্তু আমাদের দেশে উল্টো দাম বাড়ে। এক রোজায় সারা বছরের লাভ আদায় করে নেয়ার চেষ্টা হয়।

 

 

 

দেশে বছর জুড়ে অনেক ওয়াজ মাহফিলে অনেক ধর্ম সভায় বক্তারা মানুষকে ভালো কথা বলেন। কিন্তু এসব ভালো কথায় কোনো কাজ হয়না। প্রতি রোজায় লোকজন ঝাপিয়ে পড়ে ক্রেতাদের শুষে নিয়ে যেতে।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন