Logo
Logo
×

বিশেষ সংবাদ

বহুতল ভবনের রেস্টুরেন্টে নাসিক ও ফায়ার সার্ভিসের অভিযান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১১:২৫ এএম

বহুতল ভবনের রেস্টুরেন্টে নাসিক ও ফায়ার সার্ভিসের অভিযান
Swapno


নারায়ণগঞ্জ শহরের বহুতল ভবনে অবস্থিত খাবারের দোকানে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস। গতকাল রোববার (৩ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার বেশ কয়েকটি বহুতল ভবনে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে ভবনগুলোর অগ্নি নির্বাপণ, জরুরি বহির্গমন ব্যবস্থা, খাবারের মান পরীক্ষা করে দেখা হয়। এসময় দোকান মালিকদের বিভিন্ন পরামর্শ ও সতর্ক করা হয়।  

 

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী বলেন, আমরা ও ফায়ার সার্ভিসের যৌথ টিম এ অভিযান পরিচালনা করছি। আমরা বলেছি যেন দ্রুত অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবস্থা করা হয় এবং ফায়ার সার্ভিসের লোকজন এখানে আছে তাদের সাথে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে এটি ব্যবস্থা করতে হবে। অনেক রেস্টুরেন্টে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে।

 

 

আমরা বলেছি যেন নিচে এবং নিরাপদ দূরত্বে গ্যাস সিলিন্ডার রেখে ব্যবহার করা হয় এবং এ ব্যাপারে আমরা জোর দিয়েছি। কয়েকটি ভবনে জরুরি বহির্গমন ব্যবস্থা নেই। সেটিও দ্রুত কীভাবে করা যায়, দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা খাবারের মান ও বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও সতর্ক করেছি।

 

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আমরা ঢাকার ঘটনার পর উদ্বিগ্ন। নাসিকের সহায়তায় আমরা অভিযান চালিয়েছি। যেসব সমস্যা আছে, সেগুলো যেন দ্রুত সমন্বয় করে সমাধান করে নেওয়া হয় সেজন্য আমরা সতর্ক করে সময় দিয়েছি। নগর পরিকল্পনাবিদ মঈনুল হোসেনের নেতৃত্বে আরও উপস্থিতি ছিলেন সহকারী প্রকৌশলী মশিউর রহমান, ফুড এণ্ড স্যানিটেশন অফিসার আলমগীর হীরন, শাহাদাৎ হোসেন প্রমুখ।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন