ফাইজুল চেয়ারম্যান হলে এলাকার অনেক উন্নয়ন করবে : ওয়ালী মাহমুদ
মেহেদী হাসান
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১১:২৫ এএম
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (৩ মার্চ) বিকাল ৩টায় ফতুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড তল্লা সুপারিবাগ এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
আলহাজ্ব তোফাজ্জল হোসেন মুকুল এর সভাপতিত্বে এসময় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফতুল্লা ৭,৮,৯ ও নাসিক ১১নং ওয়ার্ড এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান (বি.এল.এফ)।
আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মিছিল আলী, সাধারণ সম্পাদক রেহান শরীফ, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, এড.আলাউদ্দিন আহম্মেদ, দলিল লিখক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মেহেদী মোহাম্মদ বাবু, মহিলা মেম্বার নাছরিন আক্তার, এহসানুল হাসান রাব্বী, কাজী নাছির উদ্দিন সহ প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান বলেন, নির্বাচনের দিন কে আসলো, কে আসলো না, কাকে কে ডাকলো, কে ডাকলো না, সেটা কিন্তু ভালোবাসার প্রতিদান দেওয়া হলো না। আপনারা নিজের পকেটের বিশটা টাকা খরচ করে রিকশা দিয়ে যদি ভোট দিতে যান, আগামীতে এই বিশ টাকার বিশ হাজার টাকার কাজ করে দেবে এই ফাইজুল।
ফাইজুল বিগত সময় সব সময় আপনাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। ফাইজুল একজন দানবীর মানুষ। সে শীতের সময় কম্বল, গরমের সময় পাখা ও ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করেন এলাকাবাসীর জন্য। এই ফাইজুল চেয়ারম্যান হলে এলাকার অনেক উন্নয়ন করবে। তাই আগামী ৯তারিখে আমরা এই দানবীর ফাইজুলকে অটো রিকশা মার্কা ভোট দিয়ে বিজয় করবো। এন. হুসেইন রনী /জেসি


