পিবিআই এর পুলিশ পরিদর্শক আতাউর রহমানের বিদায় সংবর্ধনা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১১:৩১ এএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ ব্যুরো অব এনভেস্টিগেশন (পিবিআই ) নারায়ণগঞ্জ জেলা থেকে পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আতাউর রহমান ভুইয়াকে নানা আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (৩ মার্চ) সকাল ১২ টায় সাইনবোর্ডস্থ নারায়ণগঞ্জ জেলা পিবিআই অফিসে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পিবিআই পুলিশ সুপার মোঃ আল মামুন সিকদার।
বিদায়ী পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আতাউর রহমান ভুইয়া ১৯৮৯ সালে কনস্টেবল হিসেবে চাকরিতে যোগদান করেন ও সুনামের সাথে দীর্ঘদিন চাকরির জীবন শেষ করেন এবং বিভিন্ন সময় পদোন্নতিতে পুলিশ পরিদর্শক হিসেবে সর্বশেষ কাজ করেন। এবং ২০২৪ সালের ৪মার্চ প্রযন্ত চাকরীতে নিয়োজিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বক্তব্যে পিবিআই পুলিশ সুপার মো. আল মামুন সিকদার বলেন, আমরা আমাদের একজন ভালো মনের সহযোদ্ধাকে হারালাম। আপনি যেখানে থাকেন ভালো থাকেন এই দোয়া করি আমরা। আপনিও আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমি আপনার সব রেকর্ড দেখেছি সেখানে কোন ধরনের অভিযোগ পাইনি আপনি আপনার দায়িত্বে সব সময় ভালো ভাবে পার করেছেন।
আমরা চাই আপনি সব সময় আমাদের পাশে থাকবেন ও সব সময় সহযোগিতা করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আতাউর রহমান ভুইয়ার সহধর্মিনী ও তার দুই কন্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, পিবিআই নারায়ণগঞ্জ জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


