হকাররা এতো সাহস পায় কোথায় : সেলিম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৯:০১ পিএম
# জনগণের অধিকার রক্ষায় মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আইনের কঠোর প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান জানতে চেয়েছেন হকাররা যে জোর করে এই শহরের জনগনের হাঁটা চলার অধিকার কেড়ে নিতে চায় এই সাহস তারা কোথা থেকে পায়? তিনি বলেছেন, হকাররা জোর করে বঙ্গবন্ধু সড়কেই বসতে চায়। ওদেরকে আমি সলিমুল্লাহ সড়কে মাধবী প্লাজার পর থেকে বসার জন্য প্রস্তাব করেছি। এছাড়া এই সড়কে পূরনো যে হকার মার্কেটটি রয়েছে সেখানেও চারশো লোক বসতে পারবে। কোরবানীর ঈদ পর্যন্ত বসার প্রস্তাব করেছি।
এছাড়াও আরো যারা আছে তাদেরকে নগদ সহায়তা দিয়ে পূনর্বাসনের ব্যবস্থা করার কথা বলেছি। ওরা রাজি হয়েছিলো। আর প্রস্তাব মোতাবেক যদি ওরা বসতো তাহলে এ সময়ে কুরবানীর ঈদের পর ওদের জন্য কি করা যায় এ ব্যাপারে আমরা একটা স্বিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু ওরা রাজি হয়ে যাবার পর এর মধ্যে খবর পেলাম কারো ইন্দনে ওরা নতুন করে বেঁকে বসেছে। ওরা গো ধরেছে বঙ্গবন্ধু সড়কেই বসবে। তাই আমি জানতে চাই কাদের ইন্দনে ওরা এভাবে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের হাঁটা চলার অধিকার কেড়ে নিতে চায়।
প্রশাসনকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। ইন্দনদাতাদেরও খুঁজে বের করতে হবে। আমরা আর কিছুতেই আমাদের এই প্রিয় শহরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবো না। গতকাল তিনি নারায়ণগঞ্জের সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, আমি আমার চেষ্টা করেছি। আমার কাছে নারায়ণগঞ্জের জনগনের তথা নারায়ণগঞ্জের ভোটারদের স্বার্থ আগে। আমি আশা করবো প্রশাসন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
অবৈধ ভাবে কেউ যাতে সড়ক দখল করে বসতে না পারে এ বিষয়টি প্রশাসনকে দেখতে হবে। ওদের পেছনে কারা আছে এটা আমার জানার দরকার নেই। আমার পরিষ্কার বক্তব্য হলো আমি একটি যানজট মুক্ত শহর চাই। কোনো অজুহাতেই কেউ আইন ভঙ্গ করতে পারে না। কেউ আইনের উর্ধ্বে নয়। হকাররাও নয়। সড়কে গাড়ি চলবে আর ফুটপাত দিয়ে মানুষ হেঁটে যাবে। এটার প্রতিবন্ধকতা সৃষ্টির অধিকার কারো নেই।
নারায়ণগঞ্জের গণমানুষের অধিকার আমাদের রক্ষা করতে হবে। মানুষের এই অধিকার থেকে বঞ্চিত করার দুঃসাহস ওরা কোথায় পায়। কোনো কোনো ব্যক্তি এমন ভাষায় কথা বলেন যেনো মুষ্টিমেয় কয়েকজন হকারেরই শুধু অধিকার আছে। আর নারায়ণগঞ্জের লাখ লাখ মানুষের কোনো অধিকার নেই। আমি আমার নির্বাচনী এলাকার এমপি হিসাবে জনগনের পক্ষ থেকে বলতে চাই আমরা এটা চলতে দেবো না। যেকোনো মূল্যে নারায়ণগঞ্জের বৃহত্তর জনগোষ্ঠীর অধিকার রক্ষা করবো ইনশাআল্লাহ।
আমি মাননীয় মেয়র, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে এই আহ্বান জানাচ্ছি আপনারা আইনের যথাযথ প্রয়োগ করুন। নগরবাসীর স্বাচ্ছন্দে চলাফেরার অধিকার রক্ষা করুন। আমিও আমার এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের পাশে রয়েছি এবং থাকবো ইনশাআল্লাহ। এস.এ/জেসি


