মাওলা আলী জামে মসজিদ পরিদর্শনে মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৮:৫৩ পিএম
মাওলা আলী (রাঃ) সিটি জামে মসজিদ পরিদর্শন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। একই সাথে এদিন মাগরিব থেকে মসজিদে নামাজ আদায় শুরু হয়েছে। রোববার (১০ মার্চ) বেলা ১১ টায় শহরের ইসদাইর এলাকার এই মসজিদ পরিদর্শন করেন। মসজিদ পরির্দশন শেষে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, দেখে ভীষণ ভালো লেগেছে।
আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই কাজটা হয়েছে। ঠিকাদার এবং আর্কিটেককে ধন্যবাদ দেরিতে হলেও কাজটা নিখুঁতভাবে করার চেষ্টা করেছে। আমাদের সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী কমিটি করে দিবো। কমিটির সভাপতি চেঙ্গিস ভাই থাকবে। আমরা এটা পরবর্তীতে উদ্বোধন করবো। আপনারা নামাজ শুরু করেন।
মো. ইব্রাহীম চেঙ্গিস বলেন, আমাদের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আমাদের উদ্দেশ্য সুন্দর কথা বলেছেন। আমরা উনার নির্দেশনামাফিক আমাদের এই মসজিদ চালাবো। মেয়র বলে দিয়েছেন আমাদের বাউন্ডারি করে দিবেন আমরা সকলেই খুশি হয়েছি।
আমাদের এখানে কে কি দিয়েছে আমরা পুঙ্কানপুঙ্কানু হিসেব দিয়েছি। স্বচ্ছতার সাথে এগুলো হবে। মেয়র আইভীর নলেজ ছাড়া আমি কিছু করতে পারবো না। সকলের মঙ্গল কামনা করছি। এন. হুসেইন রনী /জেসি


