শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশকে সেলিম ওসমানের ৪৫ লাখ টাকা অনুদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০২:০৩ পিএম
পবিত্র রমজান মাসে নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখার জন্য পুলিশকে ৪৫ লাখ টাকা প্রদান করলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান। গতকাল তিনি নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের হাতে এই টাকা তুলে দেন।
সেলিম ওসমানের পক্ষ থেকে বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর সোহেল আক্তার সোহান সন্ধ্যা ৭.০০টায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তার হাতে এই টাকা তুলে দেন।
এই টাকা খরচ করে পুলিশ নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখার জন্য বাড়তি নিরাপত্তা গড়ে তুলবে। এর আগেও সেলিম ওসমান এমপি গত কয়েক বছর ধরে এভাবেই পুলিশের সহায়তায় গোটা রোজার মাস নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত রেখে এসেছেন।
গত বছরের রমজান মাসেও পুলিশকে দেখা গেছে দিনরাত চব্বিশ ঘন্টা শহরের প্রবেশ পথ গুলিতে চেকপোষ্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রন করেছে। নারায়ণগঞ্জ শহরে কোনো অটো রিকশা বা মিশুক ঢুকতে দেয়া হয়নি। আজ ১লা রমজান থেকেও একই ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
প্রসঙ্গত এবার রমজান মাস শুরু শুরু হওয়ার আগে থেকেই নারায়ণগঞ্জ শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। একদিকে সড়কে ও ফুটপাতে অবৈধ দখলদার হিসাবে পরিচিত হকারদের বেপরোয়া তান্ডব, অপরদিকে বাস, ট্রাক, বেটারী চালিত রিকশা সহ সকল প্রকার যানবাহনের চরম বিশৃংখলার কারনে নারায়ণগঞ্জ শহরের সড়কগুলিতে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে।
তাই এবার সেলিম ওসমান এমপির সহায়তায় পুলিশ বাড়তি লোকবল নিয়োগ দিয়ে যানবাহন নিয়ন্ত্রন করতে পারবে বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট এবং চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলের সাথে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঈদকে সামনে রেখে খুব স্বাভাবিক কারনেই সড়কে যানবাহনের চাঁপ অনেকটাই বেশি থাকে।
এবং সকল প্রকার যানবাহনগুলি বিশৃংখল ভাবে চলাচল করার কারনে এবং শহরে বাড়তি যানবাহন প্রবেশ করার কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে এই যানজট থেকে মানুষকে বাঁচাতে মাননীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বিগত কয়েক বছরের ন্যায় এবারও পুলিশ সুপারের হাতে ৪৫ লাখ টাকা তুলে দিয়েছেন।
আমরা আশা করছি এবারও গোটা রমজান মাস জুুরে নারায়ণগঞ্জ শহরে কোনো যানজট হবে না। পুলিশ প্রশাসন অন্যদের সহায়তায় নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এন. হুসেইন রনী /জেসি


