Logo
Logo
×

বিশেষ সংবাদ

শহর ফুটপাতমুক্ত রাখতে শামীম ওসমানের প্রতি আরজু ভূঁইয়ার আহ্বান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৫:০৮ পিএম

শহর ফুটপাতমুক্ত রাখতে শামীম ওসমানের প্রতি আরজু ভূঁইয়ার আহ্বান
Swapno

 

নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি তোলারাম কলেজের সাবেক ভিপি একেএম শামীম ওসমানের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও তোলারাম কলেজের সাবেক ভিপি আরজু রহমান ভূঁইয়া। তিনি বলেন, আপনি দেশ ও বিদেশের একজন সমাদৃত এমপি। নারায়ণগঞ্জ জেলার একজন কারিশমাটিক নেতা।

 

নারায়ণগঞ্জের জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব অঙ্গসংগঠন আপনার একক নেতৃত্বের মাধ্যমে চলে।যদিও একটি অংশ আলী আহম্মদ চুনকার মেয়ে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থক। যদিও আইভী রাজনীতিতে কোন গ্রুপিং করেন না। আইভী একমাত্র জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করেন। আনোয়ার হোসেনও একই রকম। আপনি (শামীম ওসমান) কোন গ্রুপিংয়ে নাই। আপনি আমাদের আন্তর্জাতিক মানের একজন ব্র্যান্ডের এমপি।

 

আপনি নারায়ণগঞ্জবাসীকে সুস্পষ্ট বার্তা দিয়ে দেন, সেলিম ওসমান ও আইভী যেমন সিদ্ধান্ত নিয়েছেন নারায়ণগঞ্জের ফুটপাতে কোন হকারদের বসার সুযোগ নেই। আপনিও এমন সুরাহা করে দেন। না হলে এটি নিয়ে নারায়ণগঞ্জে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে। আপনার প্রিয় নেত্রী, আপনার মা, আপনার বোন, আপনি যার স্নেহধন্য সেই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আপনাকেও নারায়ণগঞ্জ শহরকে হকারমুক্ত করতে হবে।

 

পাশাপশি অন্য জায়গায় হকারদের পুনর্বাসন করতে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আপনি নেন। আপনি প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক। আপনি খান বাহাদুর ওসমান আলীর নাতি, বীর মু্িক্তযোদ্ধা একেএম শামসুজ্জোহার পুত্র, আপনার দুই ভাই প্রয়াত জনপ্রিয় সাংসদ নাসিম ওসমান ও বর্তমান সংসদ দানবীর সেলিম ওসমানও এমপির অনুজ। তাই নারায়ণগঞ্জের মানুষের সর্বদিক বিবেচনা করে শহরের ফুটপাতে হকারদের বসতে দিবেন না।

 

আপনার নাতি পুতিদের হাঁটার জন্য ফুটপাত নির্বিঘ্ন করুন। হকার বসতে দিলে আপনার রাজনীতি বিনষ্ট হবেন। আপনি আমাদের তোলারাম কলেজের ভিপি ছিলেন। এর আগে আমি ওই একই কলেজের ভিপি ছিলাম। আপনি আমার স্নেহের ছোটভাই হিসেবে আমি এই আহ্বান জানিয়েছি। আপনি অবিলম্বে পরিষ্কার সিদ্ধান্ত দিন।

 

এছাড়া ফতুল্লা এলাকাকে অবিলম্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করেন। আপনার নির্বাচনী এলাকাটি ঢাকা লাগোয়া। তাই আপনার নির্বাচনী এলাকার ফতুল্লাও স্মার্ট হওয়া দরকার। ওই এলাকা আধুনিক বাণিজ্যিক ও শিল্প আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া অতীব দরকার। আপনার সেই ক্ষমতা আছে। তাই সুন্দর এলাকা গড়তে আপনি প্রধানমন্ত্রীর সহযোগিতা নেন। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন