Logo
Logo
×

বিশেষ সংবাদ

উদাসীন কর্তৃপক্ষ, এ দায় কার?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৪:৪৫ পিএম

উদাসীন কর্তৃপক্ষ, এ দায় কার?
Swapno

 

# এগুলো রড কোম্পানী দেখবে : টিআই করিম

 

নারায়ণগঞ্জ মহানগরীতে দিনভর লোহার রড লোড করা চলতি ট্রাকের দেখা পাওয়া যায়। গাড়িতে লোডকৃত রডের এক-তৃতীয়াংশ বাইরেই বের হয়ে থাকে। চলার পথে দূর থেকে অনেক সময় রডের বাড়তি ওই অংশ চোঁখে পড়ে না। কিন্তু খুব কাছে আসলে হঠাৎ রডের বের হয়ে থাকা ওই অংশ চোঁখে পড়লে অনেকেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। যে কারণে হরহামেশাই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।

 

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন জেলার সচেতন নাগরিকরা। যদিও ট্রাফিক পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এ বিষয়ে রড কোম্পানীকে মেসেজ দিতে হবে। তারা যখন গাড়িতে রড লোড দেয় তখন যাতে সেটা বাইরে বের না হয়ে থাকে সেটা কোম্পানীর দেখতে হবে!

 

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সড়ক দূর্ঘটনা রোধে বিভিন্ন রকমের আইন থাকলেও স্বভাবতই নারায়ণগঞ্জে আইনের প্রয়োগ খুব একটা দৃশ্যমান হয় না বললেই চলে। সচেতন নাগরিক হতে শুরু করে যান চলাচলের সাথে সম্পৃক্ত লোক এবং সাধারণ পথচারীদের বেশিরভাগই ট্রাফিক আইন সমন্ধে একেবারেই উদাসীন। যার ফলে প্রতিনিয়তই কোথাও না কোথাও ঘটছে ছোট বড় দূর্ঘটনা। কিছু নিরাপত্তাজনক ব্যবস্থা না নিলে অনেক সময় সড়কে চলাচলরত যাত্রী এবং অন্যান্য চালকদের উভয়ের জীবনের ঝুঁকি থেকে যায়। 

 

অপরদিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন জায়গায় ট্রাকে লোডকৃত রডের প্রায় এক-তৃতীয়াংশই বাইরের দিকে বের হয়ে থাকে। এতে করে চলার পথে দূর থেকে অনেক সময় রডের বাড়তি ওই অংশ অনেকেরই চোঁখে পড়ে না। যার ফলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-এডমিন) এম এ করিম যুগের চিন্তাকে বলেন, ট্রাকে লোহার রড যে কোম্পানী থেকে বের হয় এ বিষয়ে ওই কোম্পানীকে মেসেজ দিতে হবে। তারা যখন লোড দেয় তখন যাতে রড বাইরে বের না হয়ে থাকে সেটা কোম্পানীর দেখতে হবে। কারণ কোম্পানীর তো আইন আছে। তাছাড়া নারায়ণগঞ্জ শহরের দিকে আমি তো কোন লোহার রডের কোম্পানী-ই দেখি না। 

 

এ বিষয়ে ট্রাফিক বিভাগের কোন আইন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তা তো বলতে পারতেছি না। এটা আমার দেখে বলতে হবে। না দেখে এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারবো না। আর মন্তব্য করলে সেটা ঠিক হবে না। আমার ফিজিক্যালি দেখে তারপর মন্তব্য করতে হবে।

 

একই বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলামকে মুঠোফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

এ ব্যাপারে সচেতন নাগরিকরা বলছেন, সড়কের এ সকল বিষয়গুলো নিয়ে কখনোই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোন ধরনের ব্যবস্থা নিতে দেখা যায় না। বরং ট্রাক সংশ্লিষ্ট লোকজন এবং রড কোম্পানীগুলো কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে যে যার ইচ্ছেখুশি অনুযায়ী গাড়িতে রড লোড করে থাকে। ফলে, হরহামেশাই সড়কে ছোট বড় দূর্ঘটনা ঘটতে দেখা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টিতে উদাসীন থাকলে যেকোন সময় অনেক বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন