এমপি-সেনাবাহিনীর প্রচেষ্টায় অবেহেলিত পাগলা জেলেপাড়ায় পাকা রাস্তা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৮:৫৭ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে পাগলা জেলেপাড়ায় এলাকায় কয়েকশত পরিবার বেশ কয়েক বছর যাবৎ ডিএনডি এবং সুয়ারেজ লাইন সরকারি খাল,পানির পাম্প হওয়াতে জেলে পাড়া মানুষের রাস্তা বন্ধ হয়ে যায়। আর এই সমস্যার সমাধানে এলাকাবাসী নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান ও সেনাবাহীনির কাছে দারস্থ হন।
শুধু তাই নয় জেলে পাড়া থেকে রাস্তায় যেতে সামনে একটি মাকেট টি রয়েছে সেই টা নিয়ে মামলা চলছে এলাকাবাসী বলছেন এই ভবনটির কারনে রাস্তা বের করা সম্ভব হচ্ছেনা , যদি এই ভবনিিট আংশিক ভাংগা হতো তাহলে এই এলাকার মানুষ স্বাচ্ছন্দে চলাচল করতে পারতো।
আর এই সমস্যার সমাধানেই গতকাল বিকাল ৩ ঘটিকায় নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান ও সেনাবাহীনি সমম্বয়ে এই রাস্তাটি দিয়ে কিভাবে মানুষের চলাচলের উপযোগী করতে হয় তা খুব ভালো ভাবে দেখলেন স্থানীয় সাংসদ শামীম ওসমান এসময় তিনি বলেন, আপনারা যেভাবে এইটা চাইছেন তার থেকে ভালোবাবে আমরা এটা সমাধান করতে পারবো।
আপনাদের এই রাস্তাটি ১০ ফিট হবে এটা পুরো রাস্তা পাকা করে দেওয়া হবে ভয়নটিও কিছু অংশ ভেংগে দেওয়া হবে। আর বাকি যে মাটির রাস্তা আছে সেকানে গাছ লাগিয়ে দেওয়া হবে আপনারা ময়লাটা ওইখানে ফেলবেন না তাহলে এই পানি কিন্ত বের হতে সমস্যা হবে।
কারন পানিটা হলো সবচেয়ে বড় সমস্যা এটা আপনারা সবাই সাহায্য করবেন। আপনারা এলাকার যুবকরা এটার দিকে খেয়াল রাখবেন যেন কেউ পানি না ফেলে এর পর আমরা ইউনিয়ন পরিষদ হোক বা অন্যভাবে হোক বাকি রাস্তাটিও করে দেবো। আল্লাহ যদি হুকুম হয় আগামী জুন মাসের মধ্যেই এই রাস্তাটি হয়ে যাবে। এন. হুসেইন রনী /জেসি


