Logo
Logo
×

বিশেষ সংবাদ

মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না : জেলা প্রশাসক

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০২:০১ পিএম

মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না : জেলা প্রশাসক
Swapno


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, মানুষের জীবন নিয়ে ব্যবসা হতে পারে না। তিনি বলেন, রেস্টুরেন্টগুলো আইন অনুযায়ী যা যা থাকার দরকার তা যেন রাখে। আমরা দেখেছি রেস্টেুরেন্টগুলো আবাসিক এলাকায় করা হচ্ছে।

 

 

বেইলি রোডের মতো দু:খজনক ঘটনা যেন নারায়ণগঞ্জে না ঘটে এজন্য আমাদের টিম কাজ করছে। ক্রামান্বয়ে রেস্টুরেন্টগুলো আবাসিক ভবন থেকে বাইরে স্থানান্তর করা হবে। রেস্টেরেন্ট রেস্টুরেন্ট এর জায়গায় থাকবে। তাদের সকল দপ্তরের ছাড়পত্র আছে কি না আমরা তা দেখবো।

 


গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিসব উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে আদালত পাড়ায় র‌্যালি বের করা হয়।

 

 

তিনি আরও বলেন, রমজানে ব্যবসায়িদের বলবো যার যার অবস্থান থেকে কম লাভ করে প্রকৃত খাবারটা মানুষকে দেন। ভোক্তার যে অধিকার তা যেন সংরক্ষণ হয়, সেদিকে সবাই খেয়াল রাখবেন। আমরা নিজেরাই ভোক্তা আবার নিজেরাই বিক্রেতা। আমরা কেউ একটি পণ্য বিক্রি করি আবার অন্য একটি পণ্য ক্রয় করি। কোন না কোনভাবে প্রত্যেকেরই কিন্ত অধিকার খর্ব হচ্ছে।

 


তিনি আরও বলেন, জেলা প্রশাসক নয় রাষ্ট্রের নাগরিক হিসেবে অনুরোধ করবো প্রত্যেকে যেন যার যার ব্যবসাটা সঠিকভাবে করি। আমরা ন্যায্য মূল্য রাখি। ভেজালমুক্ত নির্ভেজাল খাবার যেন মানুষ খেতে পারে সেই উদ্যোগটা গ্রহণ করি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান প্রমুখ।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন