Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জে অতিরিক্ত দামে মাংস ও তরমুজ বিক্রি করায় জরিমানা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৩:১০ পিএম

না.গঞ্জে অতিরিক্ত দামে মাংস ও তরমুজ বিক্রি করায় জরিমানা
Swapno


আড়াইহাজার বাজারে অতিরিক্ত দামে মাংস ও তরমুজ বিক্রি করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৬ মার্চ) আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহর যৌথ নেতৃত্বে গোপালদীবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অভিযোগে তিন দোকানীকে জরিমানা করা হয়।

 


আড়াইহাজারের ইউএনও ইশতিয়াক আহমেদ জানান, শনিবার আমরা বাজার মনিটরিং শুরু করি। এ সময় অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় শরিফকে ১০ হাজার ও মাহদীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় বেশি দামে তরমুজ বিক্রি করায় সাজারুল নামের এক তরমুজ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

অভিযানের সময় স্থানীয় রয়েল বেকারিতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ও অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় আরও দুইজনকে আটক করা হয়। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিলে তাদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে দুপুরে আড়াইহাজার বাজারে দাম বেশি নেওয়ায় এক তরমুজ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা উপস্থিত ছিলেন।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন