Logo
Logo
×

বিশেষ সংবাদ

সলিমুল্লাহ সড়কে চাঁনরাত পর্যন্ত টানা বসতে দেয়ার দাবি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম

সলিমুল্লাহ সড়কে চাঁনরাত পর্যন্ত টানা বসতে দেয়ার দাবি

গতকাল সন্ধ্যা বাদ মাগরিব ৭টায় হকার নেতারা একটি সংবাদ সম্মেলন করেছেন।

Swapno

 

# শহরের আর কোথাও হকার যাতে না বসে সেই দায়িত্বও তারা নেবেন

 

গতকাল সন্ধ্যা বাদ মাগরিব ৭টায় হকার নেতারা একটি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা ঈদের আগের রাত পর্যন্ত তথা চাঁন রাত পর্যন্ত সলিমুল্লাহ সড়কে প্রতিদিন বসতে দেয়ার দাবি জানিয়েছেন। এই সময় হকারদের পক্ষ থেকে তাদের মহানগর সভাপতি আবদুর রহিম মুন্সী এবং সাধারণ সম্পাদক আসাদ বক্তব্য রাখেন।

 

তারা তাদের বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের কাছে এই দাবী জানান।

 

হকার নেতা রহিম মুন্সী এবং আসাদ দুইজনেই তাদের বক্তব্যে বলেন, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ভূক্ত ভোগী ছিলাম। সম্প্রতি সংসদ সদস্য সেলিম ওসমান আমাদের সাথে কয়েকটি মিটিং করেছেন। পরে স্বিদ্ধান্ত হয়েছে সলিমুল্লাহ সড়কে ছুটির দিনগুলিতে হলিডে মার্কেট হিসাবে বসার জন্য। কিন্তু আমাদের হকারের সংখ্যা অনেক হওয়ায় সপ্তাহে শুধু দুই দিন বসলে আমাদের পোষাবে না। তাই আমরা বিশেষ ভাবে দাবি জানাচ্ছি আসন্ন ঈদের আগের রাত পর্যন্ত আমাদেরকে এই সড়কের এক পাশে বসার অনুমতি দেওয়া হোক।

 

আমরা নিজেদের ভলান্টিয়ারের মাধ্যমে সব কিছু সুন্দর করে নিয়ন্ত্রন করবো। কোথাও কোনো বিশৃংখলা হবে না। আমরা দীর্ঘদিন সমস্যায় ছিলাম। মাননীয় সংসদ সদস্য সেলিম ওসমান আমাদের এই সমস্যার সমাধান করেছেন। আশা করি খুব শিগগিরই ঈদ উপলক্ষ্যে এই মার্কেট জমে উঠবে। তাই আমরা ঈদের আগে বাকি কয়টা দিন টানা বসতে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

এই সময় তাদের কাছে প্রশ্ন ছিলো আপনারা বলছেন আপনারা ভলান্টিয়ার নিয়োগের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রন করবেন এবং শহরের আর কোথাও হকার বসবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজও সারা দিন বঙ্গবন্ধু সড়কে এবং অন্যান্য সড়কে হকাররা বসেছে। তাদেরকে কি করবেন? এই প্রশ্নে জবাবে তারা বলেন, তাদের সবাইকেই আমরা আমাদের নিজ দায়িত্বে এখানে সলিমুল্লাহ সড়কে নিয়ে আসবো। শহরের আর কোথাও কেউ বসবে না। এটা আমরা দেখবো।

 

প্রসঙ্গত নারায়ণগঞ্জ শহরে বিগত প্রায় অনেক দিন ধরে হকাররা সকল ফুটপাত ও রাস্তাঘাট দখল করে বসেছিলো। এতে এই শহরের মানুষ স্বাচ্ছন্দে চলাচল করতে পারতো না। সারা শহরে যানজট লেগে থাকতো। কিন্তু সম্প্রতি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই গোল টেবিল বৈঠকে সিটি করপোরেশনের মেয়র ও নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের এমপি এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত থেকে এই শহরকে যানজট মুক্ত করার অঙ্গীকার করেন।

 

তারপর থেকে পুলিশ হকারদেরকে বিভিন্ন সড়ক এবং ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। এরপর সেলিম ওসমান এমপির সাথে বেশ কয়েকটি বৈঠকের পর হকাররা সলিমুল্লাহ সড়কে আগামী কোরবানীর ঈদ পর্যন্ত শুধু ছুটির দিনগুলিতে হলিডে মার্কেট হিসাবে বসার স্বিদ্ধান্ত হয়। এই ব্যাপারে তারা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এখন তারা আসন্ন রোজার ঈদ পর্যন্ত প্রতিদিন বসার দাবি জানালেন। এখন এই শহরের নীতিনির্ধারকরা কি স্বিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন