জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র আইভী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০১:০৮ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা.সেলিনা হায়াৎ আইভী।
গতকাল রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় ২নং রেল গেইটস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে এ শ্রদ্ধা নিবদন করা হয়। শ্রদ্ধা নিবেদনে এসময় সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এড.আসাদুজ্জামান আসাদ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.নিজাম আলী, সাবেক সদস্য সামসুজ্জামান ভাষানী, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু।
এসময় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি জামির হোসেন রনি, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাহের উদ্দিন সানি।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.আকরাম হোসেন, এস.এম.সুমন, মো.সুমন প্রধান, মো.আরিফুল ইসলাম, বন্দর উপজেলা শাখার কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.বিল্লাল হোসেন, সোনারগাঁ উপজেলা শাখার সম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মো.আব্দুস সালাম সরকার, মো.রাগিব হাসান ভূইয়া, মো.বাবুল হোসেন, বাস্তব সাহা, মো.রুবেল হোসেন, মো.রানা আহমেদ, মো.নয়ন হোসেন সহ প্রমুখ। এন. হুসেইন রনী /জেসি


