বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কেক কাটলেন আজমেরী ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৪:১৮ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) রাতে নগরীর আল্লামা ইকবাল রোডে আজমেরী ওসমানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে কেক কাটেন আজমেরী ওসমান।
এসময় আজমেরী ওসমান ও অন্যান্য নেতৃবৃন্দ কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেন। এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আজমেরী ওসমান বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের অবিসংবাদ নেতা। তার জন্ম না হলে আমরা এ দেশ, স্বাধীন ভূখন্ড পেতাম না। অথচ ঘাতকরা তাকে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। কিন্তু তিনি সবসময় বাঙালির হৃদয়ে থেকে যাবেন।
তিনি চেয়েছিলেন একটি সোনার বাংলা, যেখানে থাকবেনা কোন বৈষম্য। আজকে তিনি আমাদের মাঝে নেই। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশতের উচুঁ মাকাম দান করুক।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক সভাপতি ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ আলহাজ্ব কাজী আমীর, আওয়ামীলীগ নেতা, আব্দুল হামিদ, যুবলীগ নেতা মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। এন. হুসেইন রনী /জেসি


