শহরের মার্কেটগুলোতে রঙিন আলোকসজ্জার বাহার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৪:২৫ পিএম
গত সপ্তাহে শুরু হওয়া রমজানের সপ্তম দিন আজ। ঘনিয়ে আসছে ঈদুল ফিতর। এখন থেকে মার্কেটে আসতে দেখা যাচ্ছে ক্রেতাদের। তাই ক্রেতাদের আর্কষন করানোর জন্য শহরের অভিজাত মার্কেটের ভবনগুলোতে করা হয়েছে রঙ্গিন আলোক সজ্জা। তৃতীয় রোজা থেকে মার্কেট ব্যবসায়ীরা এ বছর ক্রেতাদের সমাগম বাড়ানো জন্য আশায় আছেন। তাই সবাই নেমে পরেছেন আলোকসজ্জার প্রতিযোগিতায়।
গতকাল নগরী ঘুরে দেখা যায়, চাষাড়ার সমবায় মার্কেট, সায়াম প্লাজা, টোকিও প্লাজা, হক প্লাজা, কালিবাজার, স্বর্ণপট্টি ২নংরেলগেট, ডিআইটিসহ সকল মার্কেট গুলোতে আলোকসজ্জার বাহার।
এ নিয়ে বিভিন্ন মার্কেট ও দোকানগুলোর মালিক-ব্যবসায়ীরা বলেন, গতবার বিক্রি তেমন ছিলো না। কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করেছি যেন মার্কেটে ক্রেতা থাকে তাই আলোকসজ্জাও করেছি। এবারও তার বেতিক্রম নয়। আমরা আমাদের আয়োজন করেছি। আশা করছি যে আর কয়েটি দিন পর থেকে মার্কেটে ক্রেতার সংখ্যা বাড়বে।
ব্যবসায়ীরা বলেন, মাত্র রমজান মাস শুরু হয়েছে। এখন তেমন একটা লোক যদিও নেই। কিন্তু কয়েকদিন পর থেকে আমাদের বিক্রি শুরু হবে। তাই সবাই মিলে হরেক রকমের নাইট দিয়ে মার্কেট সাজিয়েছি। এন. হুসেইন রনী /জেসি


