কায়েমপুরে ১৫ টাকা দরে চাউল বিক্রি শুরু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৪:২৫ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ওয়াদা পুরনে ভর্তুকি উপহার স্বরূপ সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদে ৭নং ওয়ার্ডে আবারো গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকাল ১১ টায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরনের উদ্বোধন করেন। এ সময় ডিলার ফারুক উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি নির্বাচনের সময় ঘোষনা ও ওয়াদা দিয়েছিলেন জনগনকে ১৫ টাকা কেজি চাউল খাওয়াবেন, তিনি তার ওয়াদা রেখেছেন। আজ দেশের মানুষ অল্প দামে চাউল পাচ্ছে। আজ ৩০কেজি চাউল দেওয়া হচ্ছে। তিনি শুধু চাউলই দিচ্ছেন না তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের একটি ঘর একটি বাড়িও দিচ্ছেন।এন. হুসেইন রনী /জেসি


