ফুটপাত দখল করে রেস্তোরাগুলোর রমরমা ইফতার বিক্রির ব্যবসা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৮:৫১ পিএম
রমজানে রোজা ভাঙ্গার জন্য প্রধান খাদ্য হচ্ছে ইফতার। তাই রমজানকে কেন্দ্র করে শহরের বিভিন্ন রেস্তোরা গুলোতে বিক্রি করা হয় মুখোরচক বাহারি ইফতার। নারায়ণগঞ্জে সবচেয়ে ব্যস্ততম সড়কগুলোর মধ্যে বঙ্গবন্ধু সড়ক অন্যতম। তাই এসব নামিদামি রেস্তোরাগুলো এই সড়কের পাশ ঘেষেই নির্মান করা হয়েছে। সারা বছর যে খাদ্য তেমন খাওয়অ হয় না।
রমজানে তার চাহিদা বেড়ে যায়। তাই এই চাহিদার কথা চিন্তা করে এসব রেস্তোরা গুলো ফুটপাতে অবৈধ ভাবে দখল করে টেবিল বসিয়ে বিক্রি করছে ইফতার। যার ফলে সাধারন মানুষের ফুটপাত ছেড়ে চলাচল করতে হচ্ছে মূল সড়ক দিয়ে। যদিও ফুটপাত করা হয়েছে সাধারন মানুষের চলাচলে কথা চিন্তা করে। কিন্তু বর্তমানে তা শহরের অভিজাত রেস্তোরা গুলোর ব্যবসায়ীদের দখলে।
গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সড়কের পাশে গড়ে ওঠা সুগন্ধা প্লাস, আলম কেবিন, হোয়াইট হাউস, ২নং রেল গেট এ মনির হোটেল, আনন্দসহ আরো অনেক অভিজাত রেস্তোরা ফুটপাতের উপর টেবিল বসিয়ে ইফতার বিক্রি করছে।
এ বিষয়ে মেহেরুন নামে এক পথচারি বলেন, যেহেতু রমজান মাস। সবাই রমজান মাসে ইফতারিটা খেতে পছন্দ করে। চাহিদা থাকার কারনে রেস্তোরা গুলো অন্যান্য খাবারের পাশাপাশি ইফতার খাদ্যের উপকরন গুলো বিক্রি করে। কিন্তু এই যে ফুটপাত দখল করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এটা তো ঠিক না। তারা চাইলে রেস্তোরার ভিতরে ইফতার বিক্রি করতে পারে।
অপর ব্যাক্তি বলেন,এই রমজান মাসে প্রতিদিন অফিস থেকে ফেরার পথে এই বঙ্গবন্ধু সড়কে ফুটপাত দিয়ে সহজে হাটা অসম্ভব। রেস্তোরা মালিকরা ফুটপাতের মধ্যে ইফতারি বিক্রি করে। আর মানুষ ইফতারি কিনার জন্য ভিড় করে থাকে। পুরো ফুটপাতে একাংশ মানুষের যানজট সৃষ্টি হয়। তাই অনেক সময় এই ভিড় ঠেলেই যাতায়াত করি। আবার কখনো কখনো বিরক্ত লাগলে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করি। এন. হুসেইন রনী /জেসি


