অস্বাভাবিকভাবে দাম কমেছে পেঁয়াজের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৭:৪৩ পিএম
হঠাৎ করে নারায়ণগঞ্জের পাইকারি বাজারে ৩০-৪০ টাকা পযর্ন্ত কমেছে পেয়াজের দাম। গত কয়েকদিন আগেও যে পেয়াজ শতাধিকের বেশি টাকায় বিক্রি হয়েছে। সে পেয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা দরে। রমজানের আগে পেঁয়াজ ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতি এছাড়াও বিভিন্ন অজুহাতে দেখিয়ে বাড়তি দামে বিক্রি করেছে। কিন্তু বর্তমানে দাম কমায় সাধারন ক্রেতাদের মুখে স্বস্তির হাসি।
গতকাল নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি দিগুবাবুর বাজার ঘুরে জানা যায়, রমজানের আগে বাজারে পেয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ১০০-১২০ টাকা। গত চার দিন আগেও বাজারে প্রতি কেজি পেয়াজ বিক্রি হয়েছে ৮০-৯০ টাকা দরে। কিন্তু বর্তমানে সেই পেয়াজ বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০-৭০ টাকা দরে।
বাজার করতে আশা রহমান মিয়া বলেন, নিত্যপণ্যের বাজারের মধ্যে আলু আর পেয়াজ হচ্ছে এমন একটি পণ্য যেটা সব ধরনের তরকারির সাথে দিতেই হয়। তাই রমজান আশার আগেই কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এসই পণ্য বাড়তি দামে বিক্রি করেছে। মানুষের রোজগার কম তাই বাধ্য হয়ে এসব পণ্য কিনেছে কম। এতে বিক্রি কমে যাওয়া এখন ব্যবসায়ীরা দাম কমিয়ে দিয়েছে।
ব্যবসায়ীরা বলছে, বাজারের অন্যান্য পেয়াজের সাথে দেশি পেয়াজের সরবরাহ ভালো থাকার কারনে দাম কমে এসেছে। আমরা মোকাম থেকে কম দামে কিনছি আর কিনা দাম থেকে ৫-১০ টাকা লাভ রেখে তা বিক্রি করছি। এতে ক্রেতারাও খুশি। এছাড়া তারা আশা করছে ভারত থেকে পেয়াজ আমদানি হলে আরো দাম কমে আসতে পারে। এন. হুসেইন রনী /জেসি


