Logo
Logo
×

বিশেষ সংবাদ

বিআরটিসির র‌্যাপিড বাস চালু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৮:৫৫ পিএম

বিআরটিসির র‌্যাপিড বাস চালু
Swapno

 

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে র‌্যাপিড পাস চালু করা হয়েছে। গতকাল বুধবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বিআরটিসির বাসগুলোয় যাত্রীরা র‌্যাপিড পাস ব্যবহার করে ভাড়া দিতে পারবেন। বিআরটিসির সূত্র জানিয়েছে, ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে র‌্যাপিড পাস করা যাবে। যাত্রীদের প্রথমে ৪০০ টাকা দিতে হবে। পাস বাবদ ২০০ টাকা প্রতিষ্ঠানটির কাছে জমা থাকবে। যাত্রীরা ভাড়া বাবদ বাকি ২০০ টাকা খরচ করতে পারবেন। এই পাস ব্যবহার করে মেট্রোরেলেও ভ্রমণ করা যাবে।

 

আজ সকালে রাজধানীর গুলিস্তানে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পাশে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে র‌্যাপিড পাস কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, ‘মেট্রোরেল ও বিআরটিসি বাসের পাশাপাশি বেসরকারি পরিবহনে র‌্যাপিড পাস চালু করতে আমরা কাজ করছি। র‌্যাপিড পাস হলো স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা। ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকবে না।’ অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বক্তব্য দেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন