হকারদের আচরণে মর্মাহত সেলিম ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৪:৪২ পিএম
বঙ্গবন্ধু সড়কে আবারও হকাররা উৎপাত শুরু করায় মর্মাহত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। গতকাল রাতে সৌদিআরব থেকে মুঠোফোনে তিনি একথা জানান। তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে শহরের ফুটপাতগুলোতে হকার বসানো বন্ধের সিদ্ধান্ত একেবারেই সবাই নেয়। কিন্তু পরবর্তীতে মানবিক দিক বিবেচনায় সেসব সিদ্ধান্ত উপেক্ষা করে হকারদের নানা যাচাই বাছাই প্রক্রিয়া শেষে তাদের শহরের সিরাজউদৌলা সড়কে হলিডে মার্কেটে বসার সুযোগ করে দেয়া হয়।
হকাররা এই হলিডে মার্কেটে বসার জন্য যাবতীয় শর্ত মেনেই আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এখানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিল। কিন্তু এরপরেও হকাররা সবার সিদ্ধান্ত অমান্য করে দেদারসে বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসার জন্য ওত পেতে থাকে। তারা সুযোগ বুঝে আবারও ফুটপাত দখল করে। তা অত্যন্ত লজ্জার বিষয়। শহরের শান্তি শৃঙ্খলা নষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবে না। হকাররা যেসব অঙ্গীকার করেছেন সেসব ভাঙলে তাদের কথা আর সামনের দিকে বিবেচনায় আনা হবে না।
তিনি বলেন, আমি অত্যন্ত মর্মাহত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তিনি দাবি জানান, যারাই অঙ্গীকার ভঙ্গ করে শহরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে, শহরের বঙ্গবন্ধু সড়কসহ ফুটপাত দখলে নিয়ে সকল সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে প্রশাসন নিশ্চিত করেন। এস.এ/জেসি


