ফতুল্লা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলামকে প্রধান অতিথি করে পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার বিশিষ্ট অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘শাপলা সংসদ’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাপলা’র উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. ইউসুফ।
শাপলা’র উপদেষ্টাদের মাঝে উপস্থিত ডয়লেন, আলহাজ্ব আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব ইউসুফ আলী এটম, মো. আলম চান, মো. শামীম, মো. হাবিবুলালাহ্ খান। আরো উপস্থিত ছিলেন, ইসদাইর রাবেয়া হোসেন হাইস্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান এবং শাপলা’র কার্যনির্বাহী কমিটির আব্দুল কাদের সিকদার, হাজী আব্দুল বাসেত রতন।
মেহেদী আহসান লিটু, শাহ আলম খন্দকার, হাজী জাহাঙ্গীর আলম, অধ্যাপক খালেদ বিন রশীদ, রফিকুল ইসলাম মানিক, মো. ছদরুল আলম, মো. মহিউদ্দিন, মো. সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার সামনে রেখে দোয়া মাহফিল পরিচালনা করেন, সুগন্ধা জামে মসজিদের পেশ ইমাম ফয়েজ উল্লাহ।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় ফতুল্লার নবনির্বচিত ইউপি চেয়ারম্যান ফাইজুল বলেন, ‘আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় মহান আল্লাহ’র কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। মরহুম চেয়ারম্যান স্বপন ভাইয়ের রেখে যাওয়া কাজ যাতে আমি সুন্দরভাবে শেষ করতে পারি সে জন্য সবার দোয়া ও সমর্থন চাই। শাপলা’র অতীত কার্যকলাপ সম্পর্কে জেনে খুব ভালো লাগছে।
আমিও স্বপন ভাইয়ের মতো সর্বদা শাপলা’র পাশে থেকে সমাজের নানা জনহিতকর কাজে শরিক থাকবো। শাপলা’র উপদেষ্টা শিল্পপতি আলহাজ্ব মো. ইউসুফ বলেন, ফাইজুল ভাই আমাদের অত্যন্ত কাছের লোক। আমরা আশা করবো, আজকের মতো আগামীতেও চেয়ারম্যান সাহেব আমাদেও ডাকে সাড়া দেবেন। এন. হুসেইন রনী /জেসি


