Logo
Logo
×

বিশেষ সংবাদ

চটলেন সদর থানার পুলিশ পরিদর্শক দীপক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৯:২৯ পিএম

চটলেন সদর থানার পুলিশ পরিদর্শক দীপক
Swapno

 

নারায়ণগঞ্জ শহরের নতুন জিমখানায় বছরের পর বছর ধরে চলছে পারিবারিক মাদক ব্যবসা। সেখানকার অলিতে গলিতে দিন রাত থাকে মাদক কারবারিদের পায়চারি। এবার ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পুরনো রূপ ফিরে পেয়েছে নগরীর জিমখানা ও মন্ডলপাড়া এলাকার প্রকাশ্য মাদক কারবার।

 

এক সময়কার জুয়ার আসরের প্রভাবশালী নিয়ন্ত্রক মাসুম ওরফে পিচ্চি মাসুম ও আলো ওরফে ইয়াবা সুন্দরীর নেতৃত্বে ৮ থেকে ১০ জন খুচরা মাদক বিক্রেতা দেদারসে বিক্রি করছে ইয়াবা ও গাঁজা। অভিযোগ আছে, সবকিছু প্রকাশ্যে হলেও বরাবরের মতোই নীরব ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনী। অনতিবিলম্বে দুর্ধর্ষ এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সদর থানা পুলিশের দৃষ্টি আকর্ষন করেছেন সচেতন নাগরিকরা।

 

এ বিষয়ে অবগত করতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক দীপককে মুঠোফোন করা হলে তিনি প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করে বলেন, কোথায় মাদক বিক্রি হচ্ছে? আপনি বলেন আমি ফোর্স পাঠাই। পরবর্তীতে তাকে তথ্য দিয়ে সহযোগীতা করতে চাইলে তিনি রাগান্বিত কণ্ঠে বলেন, আপনি থানায় এসে আমার সাথে কথা বলেন!
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন