Logo
Logo
×

বিশেষ সংবাদ

পথচারী রোজাদারদের মাঝে সাবেক এমপি খোকার তরমুজ বিতরণ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৬:৫৬ পিএম

পথচারী রোজাদারদের মাঝে সাবেক এমপি খোকার তরমুজ বিতরণ
Swapno


পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অটো, সিএনজি, রিক্সা ভ্যান ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রীর পাশাপাশি তরমুজ উপহার হিসেবে বিতরণ করেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের দুই দুইবারের সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা।

 

 

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া হাবীবপুর ঈদগাহ এলাকায় অবস্থানরত অটো, সিএনজি, রিক্সা ভ্যান ও পথচারীদের মাঝে এ তরমুজ বিতরণ করেন তিনি। এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে, পবিত্র এই মাসে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অবস্থা সম্পন্ন সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, আসুন আমরা কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম না বাড়াই।  

 

 

এ সময় উপস্থিত মুসাফির, পথচারী ও অসহায় রোজাদার মানুষের মাঝে ইফতার, ১টি মাঝারী আকারের তরমুজ ও শিশুদের মাঝে চকলেট উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী মোঃ জাবেদ রায়হান জয়,প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,জাপা নেতা শামীম,হাসান ইমামসহ জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন