Logo
Logo
×

বিশেষ সংবাদ

তিন উপজেলার ভোট ২১ মে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পিএম

তিন উপজেলার ভোট ২১ মে
Swapno

 

আগামী ২১ মে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ১ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর মধ্যে নারায়ণগঞ্জের এই ৩ উপজেলা রয়েছে। ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।  

 

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে এসব উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে। প্রথম ধাপে নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলা পরিষদের নির্বাচন ৮ মে অনুষ্ঠিত হবে।

 

গত ২১ মার্চ সদর ও বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। এই ২ উপজেলায় মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। ২০১৯ সালে সোনারগাঁও, রূপগঞ্জ, আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন