বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পিএম
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহায়তায় বিএফআরআই এর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে এ এসময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
বিএফআরআই এর তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো.জহিরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান যেমন বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর।
যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় কর্মশালায় প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান ও অসীম কুমার পাল। এন. হুসেইন রনী /জেসি


