Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পিএম

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
Swapno



বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহায়তায় বিএফআরআই এর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে এ এসময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

 

 

বিএফআরআই  এর তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো.জহিরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান যেমন বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর।

 

 

যুব উন্নয়ন  অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় কর্মশালায় প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান ও অসীম কুমার পাল।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন