সদর উপজেলা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্বান্ত আসতে পারে আজ
সাইমুন ইসলাম
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৮:১৯ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলা নিয়ে মামলা জটিলতা যেনো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মতোই “শেষ হয়েও হইলোনা শেষ ” ধরণের। দীর্ঘ পনেরো বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছিলেন। উপজেলা জুড়ে বইছিলো নির্বাচনি হাওয়া। কিন্তু সবকিছুই যেনো এক নিমিষেই শেষ হয়ে যায় ৩০ মার্চ ফতুল্লা থানা আ’লীগের বর্ধিত সভায় শামীম ওসমানের এক বক্তব্যে।
সেখানে শামীম ওসমান বলেছেন আমি কনফার্ম ৮ মে নির্বাচন হবেনা। এ বক্তব্যের পরপরই এ উপজেলা পরিষদের নির্বাচন হবে কি হবে না এ নিয়ে শঙ্কা ঘনিভূত হতে থাকে। প্রার্থীরাও হয়েছেন হতাশ। তবে শামীম ওসমান শেষ পর্যায়ে বলেছেন ফতুল্লা থানা আ’লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর কাছে সম্ভাব্য প্রার্থীরা সিভি জমা দিতে। অর্থাৎ নির্বাচন হওয়ারও সম্ভাবনা রয়েছে।
তবে প্রথম ২ দিনে মাত্র ১ টি সিভি আসলেও ধীরে ধীরে সিভি আসা শুরু করেছে বলে জানান এম শওকত আলী। ইতিমধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ২ টি সিভি জমা পড়েছে। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী শাহ নিজামের সিভিও প্রায় চলে এসেছে বলে জানান তিনি। অন্যদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচিত মীর সোহেল আলী বলেন নির্বাচনই তো শঙ্কার মুখে সিভি দিয়ে কি হবে। তবে আরেক প্রার্থী শরিফুল হক বলেন আমি আজই(গতকাল) সিভি জমা দিয়ে দিবো।
এ নির্বাচন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা সুলতানা জানান, আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তবে ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে আসতে পারবো। কেননা, আলিরটেক আমার নিজের জন্মস্থান। সেই সুবাদে আলিরটেক ও গোগনগরবাসী আমায় বেছে নিবে। বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী ভাই বলেছেন শামীম ওসমান জদি আমায় সমর্থন দেন তাহলে তিনি (শওকত) আমার জন্য কাজ করবেন সর্বাত্নকভাবে।
অন্যদিকে ফতুল্লায় আমার স্বামী প্রয়াত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের জনপ্রিয়তাই আমাকে এ অঞ্চলে বিপুল ভোটে নির্বাচিত করবে। তবে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে প্রার্থীরা রয়েছেন দোটানায়। এ ব্যাপারে এম শওকত আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নির্বাচন নিয়ে সবাই উৎকন্ঠায় রয়েছে। সবার মনেই প্রশ্ন নির্বাচন হবে কিনা? এ নিয়ে আজ সাংসদের(শামীম ওসমান) সাথে কথা বলবো। তখন হয়তো কোনো সুস্পষ্ট মেসেজ আসতে পারে।
তবে দীর্ঘদিন পর তফসিল ঘোষনা হওয়ায় সবাই ধরেই নিয়েছিলো হয়তো সদর উপজেলায় মামলা সংক্রান্ত যে জটিলতা ছিলো তা হয়তো কেটে গিয়েছে। তবে শামীম ওসমানের ঐ বক্তব্যের পর স্পষ্ট যে এখনো ঐ জটিলতার সুরাহা হয়নি। ব্যাপারটা যেনো শেষ হয়েও হইলোনা শেষ সেই লাইনের মতোই।
উল্লেখ্য যে , সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু। ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী এবং ফতুল্লা থানা আ’লীগের ১ নং সদস্য ও ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু শরিফুল হক।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত লুৎফর রহমান স¦পনের সহধর্মীনি সেলিনা সুলতানা, ফতুল্লা ইউপির মহিলা মেম্বার অনা ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। এখন দেখার বিষয় শেষপর্যন্ত ৮ মে নির্বাচন নিয়ে যে ধোয়াশা সৃষ্টি হয়েছে তা কতটুকু কাটে। এন. হুসেইন রনী /জেসি


