শহরে নির্ধারিত সংখ্যক মিশুক বৈধ করার দাবি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৯:০১ পিএম
শিগগিরই নারায়ণগঞ্জ শহরে নির্ধারিত সংখ্যক মিশুক চলাচলে বৈধতা দেয়ার জন্য সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি নগরবাসীর অনেকেই আহ্বান জানিয়েছেন। যার ফলে সিটি কর্পোরেশনের মেয়রও এ বিষয়ে একটি নীতিমালা প্রনয়ন করে নির্ধারিত সংখ্যক মিশুক অনুমোদন দেয়ার চিন্তা ভাবনা করছেন বলে জানিয়েছে সিটি করপোরেশন সূত্র।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সাংবাদিক নেতা আফজাল হোসেন পন্টি বলেছেন, সিটি করপোরেশনের উচিৎ এখনই কিছু মিশুকের অনুমোদন দেয়া। তিনি বলেন নারায়ণগঞ্জ শহরে চলাচলের জন্য হাজার খানিক মিশুককে অনুমোদন দেয়া যেতে পারে। এসব মিশুকের নির্ধারিত নাম্বার প্লেট থাকবে এবং নির্ধারিত রং করা থাকবে। থাকবে নির্ধারিত লোগো ও বার কোড। তাই আমরা মনে করি এভাবে নির্ধারিত সংখ্যক মিশুক বৈধ করে দেয়া হলে শহরে বিশৃঙ্খলা থাকবে না। বাহিরের মিশুক ঢুকতে পারবে না। নগরীতে স্বস্তি ফিরে আসবে। অটো আর মিশুকের অত্যাচার থাকবে না।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, এরই মাঝে নারায়ণগঞ্জ শহরে কিছু মিশুকের অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিটি কর্পোরেশন। শিগগিরই তা বাস্তাবায়ন করা হবে। এসব মিশুকের নির্ধারিত বার কোড দেয়া থাকবে। চালকদের পোষাকেও থাকবে নির্ধারিত বার কোড। এটা করা হলে কেউ নকল করার সাহস পাবে না। সিটি করপোরেশনের নির্ধারিত বার কোড দেয়া হলে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকবে। তাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র এ ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এস.এ/জেসি


