Logo
Logo
×

বিশেষ সংবাদ

অলিগলিতে ঘটছে ছিনতাই 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৯:০৪ পিএম

অলিগলিতে ঘটছে ছিনতাই 
Swapno

 

ঈদকে ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাতে প্রতিদিনই ছিনতাই, চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এমনকি ছিনতাইয়ে বাধা দেওয়ায় অনেককে প্রান দিতে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে রমজানের শুরুতে সতর্ক রয়েছেন। তারপরেও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এদিকে নারায়ণগঞ্জ এলাকা একটি ঘনবসতি পূর্ণ অঞ্চল। প্রান্তিক জনগোষ্ঠির বসবাস এখানে।

 

দেশের বিভিন্ন জেলা থেকে জীবন জীবীকার তাগিদে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকুরীর সন্ধানে ছুটে আসে মানুষ। ছিনতাই কারীরা মার্কেটের সামনে উৎপেতে থেকে শপিং করতে আসা মানুষকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে অসহায় মানুষদের নিঃস্ব করে দেন। আবার একটি চক্র পুরুষ হয়ে মহিলা সেজে ছিনতাইয়ের মত অপরাধ করে যাচ্ছেন। এই ভাবে ঈদকে কেন্দ্র করে ছিনতাইকারী, ডাকাতি বেড়েই চলছে। রমজানের শেষের দিকে ভীড় থাকায় এই চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠে।

 

অপরদিকে জানা যায়, ৫ এপ্রিল রাতে বোরকা পরে লঞ্চে কৌশলে ছিনতাই করার সময় ৩ তরুণকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে সদরঘাট থেকে বরিশালগামী একটি লঞ্চ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদরের জিমখানা এলাকার সাব্বির (২০), রুবেল (৩৪) আরাফাত (২২)।

 

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, একটি সংঘবদ্ধ চক্র বোরকা পরে লঞ্চে ও লঞ্চঘাটে লোকসমাগমে কৌশলে লোকজনদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়, এমন অভিযোগ পাচ্ছিলাম আমরা। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে গণধোলাইয়ের ভয় দেখানো হতো। তখন লোকলজ্জার ভয়ে আর কেউ প্রতিবাদের সাহস পেতো না। চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিলো।

 

শুক্রবার রাতে লঞ্চের ভেতরে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে ৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সাব্বির বোরকা পরিহিত ছিল। একই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই যুবককে এলোপাথারী কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় শনিবার সকালে আহত এক যুবকের মা ৭জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছে।

 

অভিযোগে উল্লেখ করা হয়, পাগলা নয়ামাটি এলাকার মঞ্জু ও সাবিনা বেগমের ছেলে দুর্জয় (২২) ও তার বন্ধু হিমেল শনিবার রাত ৮টায় ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে পাগলা মার্কেটের সামনে জেলেপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিঠুন তার দুই ভাই রাব্বি, ইয়াসিন ও তাদের সহযোগী রাকিব, রাব্বি-২, আল আমিন, সানজিদসহ ৭/৮ জন পথরোধ করে রিকশা থেকে টেনে হেচড়ে নামিয়ে একটি মাঠে নিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী মারধর করে কুপিয়ে তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর স্থানীয় লোকজন তাদের দুজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

 

তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানার, শহরের ২ নং রেল গেটের মোড়, দেওভোগ আখড়ার সামনে, কৃষ্ণচূড়ার মোড়, দেওভোগ পানির ট্যাংকি, উকিল পাড়ার মোড়, আমলাপাড়া থেকে মেট্রো হল মোড়, বরফ কল ডিসির বাংলোর আশপাশের সড়ক, কিল্লারপুল, সৈয়দপুর কড়ইতলা, ফকির বাড়ীর মোড়, পাইকপাড়া বড় কবরস্থানের মোড়, নিতাইগঞ্জের মোড়, মন্ডলপাড়া পুল সংলগ্ন রেলী বাগানের মোড় প্রতিদিনই চলছে ছিনতাই।

 

সূত্রের আরো দাবী, ফতুল্লার, সাইনবোর্ড গিরিধারা, তুষার ধারা, মাসদাইর বাড়ৈভোগ, তক্কার মাঠ, পোস্ট অফিস রোড, কাশিপুর জেলে পাড়া ব্রিজ, মাসদাইর পাকাপুল, শাসনগাঁও আরএস গার্মেন্টস ও বনশ্রীর মোড়, মুসলিম নগর মোল্লা গার্মেন্টস এর সামনের ব্রিজের উপর, পঞ্চবটি মেথর খোলার মোড়, শাসনগাঁও ভাঙ্গা ক্লাব, কাশিপুর বাংলাবাজার, পঞ্চবটি বহুতল ভবনের সামনের সড়ক, জামতলা ঈদগাহ, ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামের সামনের সড়ক, নবীনগর কবরস্থানের সামনের সড়ক, নাগবাড়ির মোড় এছাড়াও সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদী, পাওয়ার হাউজের, হাজী পাড়া, এসওর মোড়, নাভানা, পাঠানটুলী, চৌধূরীর মোড়, ঢাকেশ্বরী বাজারের মোড়, আদমজী বিহারী পট্টি, সুমিল পাড়ার মোড় এলাকায় রাত ২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত থেমে থেমে ঘটে থাকে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইয়ের কাজে বেশির ভাগই ইজি বাইক ও সিএনজি ব্যবহার করে ছিনতাইকারীরা। এদের মধ্যে বেশির ভাগই কিশোর বলে জানিয়েছে একাধিক সূত্র।

 

ছিনতাইকারীদের কবল থেকে ভোর বেলা পাইকারী মাছ, সবজি বিক্রেতা থেকে শুরু করে ঘরে ফেরা মানুষ কেউ-ই রক্ষা পায় না। যদিও ছিনতাই কারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসছেন পুলিশ প্রশাসন। সেই সাথে তারা সড়কে বিভিন্ন এলাকায় কিংবা মার্কেটের সামনে পুলিশের টহল বাড়িয়েছে বলে দাবী পুলিশ প্রশাসনের। কিন্তু তার পরেও এই অপরাধ চক্রটি অপরাধ থেমে নেই। বিভিন্ন কৌশলে তারা অপরাধ করেই যাচ্ছে। জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তার ফোনকল বন্ধ পাওয়া যায়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন