Logo
Logo
×

বিশেষ সংবাদ

খানপুর হাসপাতাল রোডে দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৫:২১ পিএম

খানপুর হাসপাতাল রোডে দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
Swapno


ইসলামী কাফেলার পরিচালনায় প্রতিবারের ন্যায় এবারও খানপুর হাসপাতাল রোডে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। জানাগেছে, খানপুর হাসপাতাল রোডে প্রতি ঈদে দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। ইমামতি করিবেন নগর খানপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা এমদাদুল হক।

 

 

২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এতে ইমামতি করিবেন ইসলামী কাফেলা জামে মসজিদের ইমাম মাওলানা মহিববুল্লাহ। ইসলামী কাফেলার সভাপতি মো. সামসুজ্জামান ভাষানী জানান, ঈদ গাহের পর বৃহত্তর ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এই হাসপাতাল রোডে। তাই মুসুল্লিদের এখানে নামাজ পড়ার আহবান জানান। তিনি আরো বলেন, খানপুর দারুস সালাম এতিম খানায় আপনাদের জাকাত ফিতরা দান করুন।

 

 

ইসলামী কাফেলার পরিচালনায় বৃহত্তর খানপুর ঈদ জামাত কমিটির সার্বিক তত্বাবধনে খানপুর কেন্দ্রীয় জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, খানপুর ব্রাঞ্চরোড জামে মসজিদ, নগর খানপুর জামে মসজিদ ও খানপুর হাসপাতাল জামে মসজিদ।

 

 

সহযোগিতায় থাকবেন খানপুর মহসিন ক্লাব, পোলষ্টার ক্লাব, সরদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ, সমাজ কল্যান সংস্থা, জন কল্যান, আমরা খানপুরবাসী ও আঞ্জুমান তাহফুজ ইসলাম। ঈদ জামাত পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরুজ্জামান আহমেদ, ইসলামী কাফেলার সভাপতি মো: সামসুজ্জামান ভাষানী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মো: জাহাঙ্গীর কবির পোকন, মো: জসিমউদ্দিন, আলমগীর কবির বকুল, মো: সহিদ হোসেন স্বপন, মো: সেলিম খান, মো: আসলাম, মাহবুর রহমান মারুফ।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন