Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঈদে কারাবন্দিদের জন্য থাকবে বিশেষ খাবার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৫:২১ পিএম

ঈদে কারাবন্দিদের জন্য থাকবে বিশেষ খাবার
Swapno


নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মামলায় ও সাজায় জেলা কারাগারে বন্দিদের বিশেষ খাবার দেওয়া হবে। গতকাল সোমবার (৮ এপ্রিল) এ তথ্য জানান জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন।তিনি জানান, ঈদের দিন সকালে বন্দিদের নিয়ে ভেতরের মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে বন্দি প্রতি দেড়শ টাকা অতিরিক্ত বরাদ্দ থাকছে।

 

 

এবার জেলা কারাগারে কোনো বিশেষ রাজনৈতিক বন্দি নেই, যারা আছেন বিভিন্ন মামলায় ও সাজাপ্রাপ্ত। আজকের হিসেবে বন্দি আছেন ১ হাজার ৪৭২ জন। তবে ঈদের আগেই জামিনে আরও ২০০ থেকে ৩০০ বন্দি বের হবেন। ফলে ঈদে ১২০০ এর মতো বন্দি থাকবেন। মোকাম্মেল হোসেন জানান, ঈদের দিন বিশেষ খাবারের আয়োজন করা হবে বন্দিদের জন্য।

 

 

সকালে পায়েস মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস, কোমল পানীয়, সালাদ এবং রাতে ভাত, মাছ, সবজি, ডাল দেওয়া হবে। ঈদের পরদিন বন্দিদের বাড়ি থেকে রান্না করা খাবার দেওয়া হবে তাদের।   তবে প্রতিবছর ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন থাকলেও এবার এ ধরনের কোনো আয়োজনের সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি বলে জানান তিনি।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন