Logo
Logo
×

বিশেষ সংবাদ

কাউন্সিলর শকুর সহস্রাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৫:২২ পিএম

কাউন্সিলর শকুর সহস্রাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ
Swapno

 

প্রতিবারের ন্যায় এবারও সামর্থ্যবানদের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুর উদ্যোগে সহস্রাধিক পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৮ এপ্রিল) শহরের ডনচেম্বার এলাকার শওকত হাসেম শকুর কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

 

 

এই ঈদ সামগ্রীর মধ্যে ছিলো- পাঁচ কেজি চাল, দুই কেজি পোলাও চাল, চিকন সেমাই, লবণ, চিনি ও তেল সহ মোট সাড়ে ৯ কেজি ওজনের একটি বস্তা। কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, প্রতিবারের মতো এবারও ঈদ সামগ্রী বিতরণ করছি। রোববার আমরা মডেল গ্রুপের সৌজন্যে ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলাও চাল, তেল, ডাল, চিনি সেমাই সবকিছু।

 

 

সোমবার এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আজকে থাকছে পাঁচ কেজি চাল, দুই কেজি পোলাও চাল, চিকন সেমাই, লবণ, চিনি ও তেল সহ মোট সাড়ে ৯ কেজি ওজনের। আশা করি আপনারা এটা দিয়ে ভালোভাবে পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন।   এন. হুসেইন রনী  /জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন