Logo
Logo
×

বিশেষ সংবাদ

শপথ গ্রহণ করলেন ফতুল্লা ইউ’পি চেয়ারম্যান ফাইজুল ইসলাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পিএম

শপথ গ্রহণ করলেন ফতুল্লা ইউ’পি চেয়ারম্যান ফাইজুল ইসলাম
Swapno



ফতুল্লা ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদুল হক তাকে শপথ পাঠ করান। শপথ শেষে সাংবাদিকদের জবাবে, ফাইজুল ইসলাম বলেন, আমি আজ শপথ নিয়েছি অনেক আনন্দ লাগছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে দায়িত্ব বুঝিয়ে দিলে আমার কাজ শুরু করবো।

 

 

আমি চাই মেম্বারদের নিয়ে একসাথে সকলের সহযোগিতায় ফতুল্লা ইউনিয়ন বাসির উন্নয়ন করতে। ফতুল্লা ইউনিয়ন বাসিকে যে ওয়াদা দিয়েছি সেগুলো আমার নেতা শামীম ওসমানকে নিয়ে সমাধান করবো। সবার আগে জলাবদ্ধতার সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ।

 

 

উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার ) মৌরিন করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব-আল-রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হামিদুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা, আইসিটি শাখা, জেলা ই-সেবা কেন্দ্র) ইলোরা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান, রফিক বেন্ডার, ৭নং ওয়ার্ড মেম্বার নজরুল  ইসলাম সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী ও সকল মেম্বারগণ সহ অন্যান্যরা।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন