Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০২:৪৪ পিএম

জেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
Swapno


ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকাল ১১টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই’য়ের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

 

পরে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই’য়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহিদ বাদলের সঞ্চালনায় মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, সাবেক সংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র মো.সুন্দর আলী।

 

 

সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক সদস্য শামসুজ্জামান ভাষানী, মো.শহিদুল্লাহ, হাজী আমজাত হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, সালাউদ্দিন সিকদার, জেলা আওয়ামীলীগ নেতা শাহ-জাহান, আব্দুল মতিন পাগলা, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরি সদস্য মাহাদী হাছান রবিন।

 

 

গোহনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের আহবায়ক আবদুল কাদির, সদস্য সচিব মো.কামাল হোসেন, যুগ্ম আহবায়ক সিরাজুর হক, বন্দর উপজেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য ইসতিয়াক উদ্দিন জারজিন, মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লিটন, গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সুকুম সহ প্রমুখ।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন