না.গঞ্জের খেলোয়াড়রা আর্ন্তজাতিক পর্যায়ে খেলে সুনাম বৃদ্ধি করবে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৯:৩১ পিএম
নারায়ণগঞ্জ কাবাডি স্পোটিং ক্লাবের ৮ম বর্ষ পূর্তি ও জেলা টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর বলেন, কাবাডি খেলাকে আগের অবস্থায় ফিরে আনতে হলে বেশী বেশী করে কাবাডি খেলার আয়োজন করতে হবে। জাতীয় খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। নারায়ণগঞ্জের খেলোয়াড়রা আর্ন্তজাতিক পর্যায়ে খেলে দেশের সুনাম বৃদ্ধি করবে।
তাই আমরা চাই আপনারা বেশি করে খেলাধুলা করেন কারন খেলা মাঝে থাকলে মন ও শরীর দুইটাই ভালো থাকে বলে আশাবাদ ব্যক্ত করছি। বুধবার (১ মে) দুপুরে সৈয়দপুর নাসিম ওসমান সেতু সংলগ্ন জলিল সুপার মার্কেটের সামনে জার্সি উন্মোচন ও গাছের চারা রোপন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন সওদাগর, উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ শরীফ মোহাম্মদ আরিফ মিহির। অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন।
নারায়ণগঞ্জ সদর থানা কৃষক লীগের সভাপতি মো. কাশেম সম্রাট এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা আহমেদ, নারায়ণগঞ্জ জেলা কাবাডি টিমের অন্যতম সদস্য, গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাবেক মেম্বার দেলোয়ার হোসেন প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলার সকল কাবাডি খেলায়াড়গণের আয়োজনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ, মকবুল সওদাগর, কাওছার সওদাগর, পাভেল সওদাগর, মো. বাবু সহ স্থানিয় ব্যক্তিবর্গ। এন. হুসেইন রনী /জেসি


