Logo
Logo
×

বিশেষ সংবাদ

এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৭:৪৬ পিএম

এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ আজ
Swapno


এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার (১১ মে) প্রকাশিত হবে। ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।

 


 যেভাবে ফলাফল জানা যাবে
শিক্ষার্থীরা অনলাইনে বা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে ঝঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ- ঝঝঈ উঐঅ ১২৩৪৫৬ ২০২৪ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে পরীক্ষার ফলাফল।

 

 

এছাড়া িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে জবংঁষঃ ংযববঃ ফড়হিষড়ধফ করা যাবে। তাছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ এ জবংঁষঃ কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ঊওওঘ এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক জবংঁষঃ ংযববঃ ফড়হিষড়ধফ করা যাবে।

 

 

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য যঃঃঢ়ং://ফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ/ ওয়েবসাইটের জবংঁষঃ কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন