আড়াইহাজারে নির্বাচনী প্রচারে দুই পোলিং অফিসার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ মে ২০২৪, ১১:৫৩ এএম
আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন দুই পোলিং অফিসার। যার ছবি সামাজিকমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, তালিকাভুক্ত পোলিং অফিসার এবং চৈতনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল শাহিন সোমবার (১৩ মে) বিকালে বিশনন্দী এলাকায় সাইফুল ইসলাম স্বপনের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
বিষয়টি সামাজিকমাধ্যমে এমডি স্বপন নামের আইডি থেকে পোস্ট করা হয়। অপরদিকে সদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালিকাভুক্ত পোলিং অফিসার শামিম আহমেদ তার ব্যক্তিগত আইডি থেকে সাইফুল ইসলামকে জয়ী করার জন্য আহ্বান জানান।
ভোটার কামাল হোসেন, আমজাদ হোসেন, আবুল কালামসহ অনেকে জানান, আমাদের ভোট নেওয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি প্রার্থীর পক্ষে ভোট চান তাহলে আমাদের আর কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে না, তারাই আমাদের ভোট দিয়ে দেবে।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া জানান, ভোটগ্রহণ কর্মকর্তারা ভোট চাইলে কীভাবে নির্বাচন সুষ্ঠু হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি।
এ ব্যাপারে জানতে ওই দুই পোলিং অফিসারের মোবাইলে একাধিকবার কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব-আল-রাব্বি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেব। এন. হুসেইন রনী /জেসি


