Logo
Logo
×

বিশেষ সংবাদ

সমীকরণ জটিল, অর্থের ছড়াছড়ি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৯:৫৭ পিএম

সমীকরণ জটিল, অর্থের ছড়াছড়ি
Swapno

 

 

# কালামের পক্ষে মাঠে নেমেছে দীপ
# চাদাঁবাজ মাফিয়া বাবুকে ভোটারদের বয়কট

 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২১ মে নারায়ণগঞ্জের তিন উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে গিরে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা শেষ মুহুর্তে প্রচারনায় ব্যস্ত সময় পার করছে। সেই সাথে তাদের পক্ষে বিপক্ষে সমর্থন নিয়ে ভোটের মাঠে জটিল সমীকরণ তৈরী হয়েছে।

 

বিশেষ করে সোনারগাঁ উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী থাকলেও এখানে মুলত লড়াই হবে ভোটারদের মাঝে আস্থা অজর্নকারী ঘোড়া মার্কার প্রর্তীক মাহফুজুর রহমান কালাম এবং সন্ত্রাস, চাদাঁবাজ, জুয়ার আসরে নেতৃত্ব প্রদানকারী বাবুল ওমর বাবুর সাথে। পুরো সোনারগাঁ নির্বাচনী এলাকায় এই দুই প্রার্থীদের সমর্থন নিয়ে পক্ষে বিপক্ষে স্থানীয় এমপি থেকে শুরু করে চেয়ারম্যানরা পর্যন্ত বিতর্কিত হচ্ছে।


কেননা ইতোমধ্যে বাবুর পক্ষে প্রভাব বিস্তার করায় একাধিক চেয়ারম্যানের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ দায়ের করেছে ঘোড়া মার্কার প্রার্থী মাহফফুজুর রহমান কালাম। তবে অভিযোগের পরেও আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদের হুমকি ধমকি চোখ রাঙ্গানি বন্ধ হচ্ছে না। কেননা বাবুল ওমর বাবুকে স্থানী এমপি কায়সার হাসনাত সমর্থন দিয়েছে। সেই সাথে তার অনুসারীদেরকে তার সমর্থিত প্রার্থীর পক্ষের মাঠে নেমে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে। যদিও তিনি তার দল আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এতে করে স্থানীয় এমপিও ভোটারদের কাছে বিতর্কিত হচ্ছে।


দলীয় সুত্রমতে জানাযায়, সোনারগাঁ উপজেলা নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ কায়সার হাসনাত দলের সিদ্ধান্তকে অমান্য করে বাবুল ওমর বাবুকে সমর্থন দিয়েছে। সেই সাথে তার নির্বাচনে এলাকার প্রতিটি চেয়ারম্যান মেম্বারদের তার নির্দেশ মত কাজ করার নির্দেশনা দিয়েছে। যে সকল মেম্বাররা তার কথার বাইতে তাদেরকে ধমকন দিয়ে তার কথা মানার জন্য বাধ্য কার হচ্ছে। তবে সচেন মহল বলছে ভোট দিবে সাধারণ মানুষ। ভোটাররা সঠিক সময়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে বেছেন নিবেন। কিন্তু সোনারগাঁবাসী বলছে এখানে বন্দরের মত নিরব ভোটের বিপ্লব ঘটবে।


অপরদিকে সোনারগাঁ উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী কালামের পক্ষে সোনারগাঁ আওয়ামী লীগের কার্যকরী সদস্য এরফান হোসেন দীপ মাঠে নেমেছন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবুর জাফর চৌধুরীও  ঘোড়া মার্কার পক্ষে প্রচারণায় নেমেছেন। গত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন চেয়েছেন এরফান হোসেন দীপ এবং ডা. আবু জাফর চৌধুরী বীরু।

 

আর এজন্য পুরো সোনারগাঁ জুরে তাদের কর্মী সমর্থক রয়েছে। তাদের সমর্থকরাও কালামের ঘোড়াকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতিটি ঘড়ে ঘোড়ার মত দৌড় দিয়ে যাচ্ছে। তাছাড়া এমপি কায়সার হাসনাত এবং এরফান হোসেন দীপ একই বংশের সম্পর্কে তারা চাচাত ভাই হওয়ায় এদের ভোট নিয়েও জটিল সমীকরণ তৈরী হয়েছে। এছাড়া দীপ সোনারগাঁ ক্লিন ইমেঝের ব্যক্তি হিসেবে পরিচিত। এজন্য তারা বিশাল ভোট ব্যাংক রয়েছে। তারা র্বতমান এমপির প্রভাবকে উড়িয়ে দিয়ে ভোটাররা যেন নির্বিঘ্নে ঘোড়া মার্কা ভোট দিতে পারে মানুষের মাঝে সেই বিশ্বাস তৈরী করছেন।

 

খোঁজ নিয়ে জানাযায়, তাছাড়া বন্দর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে গিয়ে সাংসদ শামীম ওসমান এবং সেলিম ওসমান নাকানি চুবানি খেয়ে ব্যর্থ হয়েছেন। গত ৮ মে অনুষ্ঠিত বন্দর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এম এ রশিদকে নির্বাচতি করার জন্য তারা নানাভাবে প্রভাব বিস্তার করেছেন। এমনকি রশিদের বিপক্ষ প্রার্থী সদ্য নির্বাচিত বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনকে নানা ভাবে হুমকি ধমকি দেয়া হয়। একই সাথে বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুলকে বসে পড়তে বলা হয়।

 

তাদেরকে নানাভাবে হয়রানি করেও ওসমান ভ্রাতৃদ্বয় ব্যর্থ হয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাচনে একই ঘটনা ঘটবে বলে মনে করেন সেখানকার ভোটাররা। এছাড়া সোনারগাঁ উপজেলার সচেতন মানুষ এবার ভোটের মাধ্যমে বন্দরের মত একটা বিপ্লব তৈরী করতে চান। এর এজন্য তারা প্রশাসনের কাছে দাবী জানান অবধা সুষ্ঠ ভাবে যেন এই উপজেলার মানুষ ভোট দিতে পারে। এখানে যেন কেউ প্রভাব বিস্তার করতে  না পারেন।


অন্যদিকে সোনারগাঁ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। কাঁচপুরে ব্যবসায়ীদের থেকে নিয়মিত চাদা তুলেন বাবু। এছাড়া তার নেতৃত্বে জুয়ার আসর বসে বলে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে। মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করছে এই বাবু। তাই সচেতন মানুষ তাকে এবার বয়কট করবে বলে মনে করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন