Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘এরশাদ শিকদার হয়ে গেছে বাবু’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০৯:০৬ পিএম

‘এরশাদ শিকদার হয়ে গেছে বাবু’
Swapno

 

 

# কালামের ঘোড়া মার্কায় ভোট চাইলেন বাবুর বোন

 

সোনারগাঁ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণে দিন যতই ঘনিয়ে আসছে ততোই ভোটারদের মাঝে গিয়ে প্রার্থীরা ভোটের আমেজ তৈরী করছেন। সেই সাথে সোনারাগাঁ উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা সমর্থন নিয়েও চলছে উত্তেজনা। তবে সকল উত্তেজনা এখন শেষ মুহুর্তে চলে এসেছে। কেননা আগামী রোববার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারনার শেষ সময়।

 

সোনারগাঁয়ে চেয়ারম্যান পদে বসার জন্য ইতোমধ্যে অত্যাচারি,চাদাঁবাজি, জুয়ার আসরে নেতৃত্বে প্রদান কারি বাবুল ওমর বাবু এমপি কায়সার হাসনাতের সমর্থন নিয়ে প্রভাব বিস্তার করছে। এমনকি উপজেলার বিভিন্ন চেয়ারম্যান মেম্বারদের দিয়ে ভোটারদের পর্যন্ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। কিন্তু তার হুমকি ধমকিকে কোন পরোয়া করছে না সোনারগাঁয়ের ভোটাররা।


এদিকে জানা যায় নির্বাচন কমিশন সুত্রমতে, সোনারগাঁ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মাঠে থাকলেও মুলত দুজন প্রার্থী লড়াই চালিয়ে যাচ্ছেন। তার মাঝে সোনারগাঁ সর্বস্তরের মানুষের ভোটারদের সমর্থন নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন। তার বিপরীতে গুন্ডা বাহিনী নামিয়ে টাকার বিনিময়ে ভোট কিন্তে চাচ্ছে বাবুল ওমর বাবু। এবার বাবুল ওমরে বিরুদ্ধে মাঠে নেমে চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছে মানুষের মাঝে। তা নিয়ে ভোটারদের মাঝে ব্যপক আকারে আলোচনা সমালোচনা তৈরী হয়েছে।


অপরদিকে জানাযায়, বাবুল ওমর বাবুর বড় বোন এবং ওমর মিস্ত্রীর মেয়ে ডলি আক্তার মাহফুজুর রহমান কালামের ঘোড়া মার্কার পক্ষে নেমে প্রচারনা চালাচ্ছেন। এমনকি বাবুল ওমরের আনারস মার্কায় ভোট না দেয়ার জ্যন আহ্বান জানানা তিনি। বাবুর বড় বোন ডলি আক্তার বলেন, আমি ওমর মিস্ত্রীর মেয়ে। বাবু আমরা ভাই হলেও সে অত্যাচারী আপনারা একজন্য অত্যাচারী, রক্তপিপাসু মানুষকে ভোট দিবেন না।

 

তাছাড়া আমার ভাই ভাইস চেয়ারম্যান হয়েও তেমন কোন ভালো কাজ করে নাই। আপনারা আমার ভাইকে আমার থেকে বেশি চিনেন না। বিপরীতে আমার অত্যাচারি ভাইয়ের বিপক্ষে একজন ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ঘোড়া মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মাহফুজুর রহমান কালাম। তিনি একজন ভালো মানুষ আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন।


সোনারগাঁ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা নিয়ে পুরো সোনারগাঁ জুড়ে আলোচনা সমালোচনা হচ্ছে। সেই সাথে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে রিকশা চালক থেকে শুরু করে হাটে ঘাটের মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই সাথে ভোটাররা এখন সচেতন হওয়ায় তারা তাদের পছন্দের প্রার্থীকে বেচে নিবেন। কিন্তু কোন সন্ত্রাসী চাদাঁবাজ, জুয়ার আসরে নেতৃত্ব প্রদাকারিকে ভোট দিবে না।

 

এমনকি বোনের হক মেরে অত্যাচারি ভাইকে যেন ভোট না দেয়। তাছাড়া বাবুর বিরুদ্ধে চাদাঁবাজি, জুয়ার আসর বসিয়ে প্রতি মাসে কোটিে টাকা কামিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভোটের মাঠে তার অবস্থান এখন তলানীতে রয়েছে। তাই সোনারগাঁয়ে বলাবলি হচ্ছে বিশাল টাকার বস্তা নিয়ে ভোটারদের কাছে তেমন কোন পাত্তা পাচ্ছে না বাবুল ওমর বাবু।


সোনারগাঁ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম বলেন, আমি সোনারগাঁয়ের কোন এলাকায় গিয়ে কারো জায়গা দখল করেছি কেউ বলতে পারবে না। কারো উপর জুলুম করেছি এমন কোন নজির  নেই। আপনারা সোনারগাঁবাসি দেখছেন অত্যাচারী ভাইয়ের বিরুদ্ধে বোন মাঠে নেমে তাকে ভোট না দেয়ার জন্য বলছেন। যে রক্তের সাথে বেইমানি করে  সে আবার সোনারগাঁয়ের মানুষের সেবা করবে কি করে।

 

তাই আমি বলবো যারা টাকার বস্তা নিয়ে আপনাদের কাছে আসবে তাদেরকে আপনারা পুলিশে সোপর্দ করেেবন। আাজকে আমি কালাম যেন সোনারগাঁয়ে রাজনীতি করতে না পারি তার জন্য সকল ধরনের ষরযন্ত্র হচ্ছে। কিন্তু ষরযন্ত্রকারীদের কোন ষড়যন্ত্র কাজে আসবে না। আপনারা ঘোড়া মাকায় ভোট দিয়ে আমাকে একটবার সেবা করার সুযোগ দিন। ভাই বিরুদ্ধে বোন মাঠে নেমে আমার জন্য ভোট চাচ্ছে এমন ঘটনা নজির বিহীন। আমাকে আপনারা রাজনীতি করার সুযোগ দেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন