ফতুল্লার ৫নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন শুরু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৪, ১০:৩৩ পিএম
ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে ৫নং ওয়াের্ডর খাল সংস্কার ও পানি নিষ্কাশন শুরু হয়েছে। পানি নিষ্কাশনের অভাবে সামান্য বৃষ্টিতে ফতুল্লায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ফতুল্লাবাসী চরম ভোগান্তির শিকার হয়। গতকাল বৃহস্পতিবার(১৬মে) সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের কাজের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম।
উদ্বোধন শেষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ভাই ফতুল্লা ইউনিয়ন বাসীর জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের থানা ইঞ্জিনিয়ার, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে নির্দেশ দিয়েছেন কিভাবে এই জলাবদ্ধতা খুব দ্রুত সময়ে দূর করা যায় সে পরিকল্পনা করার জন্য।
আমি তার নির্দেশে ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নির্বাচনের জন্য খাল সংস্কার করে পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন মাটি দিয়ে ভরে থাকা খালের ময়লা আবর্জনা উঠিয়ে পানির স্রোত তৈরির কাজ চলছে। জলাবদ্ধতা দূর করতে হলে খাল দখলন মুক্তসহ পরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করতে হবে।
যাতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পলিথিন কাপড় ও ময়লায় ভারাট ড্রেনের কারনে পানি বের হতে পারছে না। সর্বপ্রথম জনগনকে সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।
এক প্রশ্নের জবাবে ফাইজুল ইসলাম আরো বলেন, ইতিমধ্যে ফতুল্লা ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থানে সরকারি খাল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন যারা আমরা চেয়ারম্যান মেম্বাররা মিলে সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে নোটিশ করব যাতে করে তারা এই অবৈধ স্থাপনা সরিয়ে নেন। ফতুল্লা ইউনিয়ন বাসীর জলাবদ্ধতা নিরসনের জন্য কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ আমি গ্রহণ করতে রাজি।এন. হুসেইন রনী /জেসি


